স্বপ্ন অলিম্পিক
দুবাইয়ে স্বর্ণপদক , ফের থাইল্যান্ড যাচ্ছে হেনা
জব্বার আলী ইসলামপুর
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৭:১২ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২০ মঙ্গলবার
উত্তর দিনাজপুর জেলার প্রত্যন্ত এলাকা এবং পিছিয়ে পড়া ব্লক গোয়ালপোখর এ এখন আলোচনার বিষয় একটাই। সেই আলোচনার বিষয় হচ্ছে হেনা নীহার। পিছিয়ে পড়া গ্রাম শোলপাড়া থেকে এমন সোনার মেয়ে উঠে আসবে এটা স্বপ্নেও ভাবতে পারেনি গোয়ালপোখর এলাকার মানুষ। দুবাই থেকে সম্প্রতি কিকবক্সিং সোনার মেডেল জিতে এসেছে হেনা নিহার ।দুবাই থেকে কিকবক্সিং এ সোনা জিতে আসার পর এবার প্রত্যন্ত এলাকা গোয়ালপোখর এক ব্লকের শোলপাড়ার মেয়ে হেনা নিহার পাড়ি দিচ্ছে থাইল্যান্ড। ইতিমধ্যেই দুবাইয়ের পাশাপাশি থাইল্যান্ড থেকে পেয়েছে স্কলারশীপ এবং তাদের খরচেই সে আবার যাচ্ছে বিদেশে। এই খবরে আনন্দ যেন দ্বিগুণ লয়ে চলছে। এমনই বার্তা নিয়ে বাড়ি ফেরার পর ফুল ছিটিয়ে সোনার মেয়েকে ঘরে বরণ করে নিল পরিবারের সদস্যদের পাশাপাশি গ্রামের মানুষজন। মঙ্গলবার দুবাই থেকে কিক বক্সিং এ বিশ্বসেরা হয়ে হাতে সোনার মেডেল নিয়ে বাড়ি ফিরলো হেনা নিহার আর এই আনন্দে যেন সেখানে জলসা বসেছে শোলপাড়ায় হেনা নিহারের গ্রামের বাড়িতে। রঙিন শামিয়ানা টানিয়ে গোয়ালপুকুর এক ব্লকের ষোল পাড়াতে হেনার বাড়িতে যেন উৎসবের ধুম। হেনার বাবা আখতার আলম
জানান, এবার স্কলারশিপ পেয়ে আগামী চৌঠা মার্চ তার মেয়ে কিকবক্সিং নিয়ে পৌছে যাচ্ছে থাইল্যান্ডে। সেখানেও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেবে সে। এরপর দু'চোখে অলিম্পিকে অংশ নেওয়ার স্বপ্ন ।সেই স্বপ্ন সফল করার জন্য হেনা কে আলাদাভাবে প্রশিক্ষণ দেবে হেনার কোচ। হেনার এই সাফল্যের কথা যেন স্বপ্নের মত। যা জীবনে কখনো ভাবতে পারেনি ওর বাবা। হেনার মা পারভিন খাতুন শোলপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান। তিনি বলেন, ছেলে মেয়েদের মধ্যে কোন বৈষম্য রাখা উচিত নয়। মেয়েরাও সুযোগ পেলে যে সর্বোচ্চ জায়গায় পৌঁছাতে পারে তার প্রমাণ তার নিজের মেয়ে ।এলাকার বিধায়ক তথা রাজ্যের শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী গোলাম রাব্বানী বলেন, তিনি আগামী বৃহস্পতিবার হেনার বাড়িতে গিয়ে তাকে শুভেচ্ছা জানিয়ে আসবেন।
হেনার নিজের কথায় সে গর্বিত কারন সে ভারতবাসী দেশের প্রতিনিধিত্ব করে বিশ্ব স্তরের সোনা জিতে সে দারুন গর্বিত। অলিম্পিক জয়ের স্বপ্ন নিয়ে সমাজের মেয়েদের প্রতি তার বার্তা আজ আধুনিক প্রজন্মের মেয়েরা ছেলেদের তুলনায় কোনো অংশে কম নয় ।তাই তাদের উচিত সবকিছুতে এগিয়ে এসে শ্রেষ্ঠত্বের শিরোপা লাভ করা ।ঘরে বসে থাকলে চলবে না বরং সমাজকে আরো বেশি শক্তিশালী করতে মেয়েদেরও এগিয়ে আসতে হবে।