শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ওদলাবাড়িতে বহু পাখির মৃত্যু উদ্বিগ্ন পরিবেশ প্রেমী থেকে মানুষ

সংবাদদাতা

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:০৫ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২০ মঙ্গলবার

 মালবাজার মহকুমার দক্ষিন ওদলাবাড়ি এলাকায় পাখির মৃত্যু ঘটেছে।। আর এতেই এলাকায় আতঙ্কিত সাধারন মানুষ।  ইতি মধ্যে সালিক, কাক, বক,  পাখির মৃত্যু হয়েছে এখানে।  ইতি মধ্যে গত কয়েক দিনে ২০ টি পাখির মৃত্যু হয়েছে। যার ফলে এলাকার মানুষেরা ভিষণ ভাবে আতঙ্কিত।উদ্বিগ্ন পরিবেশ প্রেমীরা।    
এলাকার  বাসিনদা রুসসাদ আলোম বলেন এই ভাবে এত পাখি মৃত্যু ঘটনা আমরা এই এলাকায় দেখি নি। তিনি বলেন, আমার মনে হয় কোন বিষক্রিয়ায় মৃত্যু  হয়েছে এই পাখি গুলির। কারন বাড়ির পাশে কৃষি জমিতে আলু চাষ করেছে কৃষকেরা। আর সেই আলুতে কীটনাশক দেওয়া হয়েছে।আর এই কারনে মৃত্যু হতে পারে এই পাখি গুলোর।
এলাকার পরিবেশ প্রেমী সংগঠন নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার সোসাইটির সম্পাদক নফসর আলী বলেন খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে আসি আমরা। আমাদের বিশ্বাস কীটনাশক এই  পাখিগুলো মৃত্যু হয়েছে।
 এ ব্যাপারে বন দপ্তরের সাথে কথা বলে হবে। যাতে এরপর যাতে আর পাখির মৃত্যু না হয়। অপর পরিবেশ প্রেমী মানবেন্দ্র দে সরকার বলেন, এই সময় আলু চাষের জমিতে ও চাবাগান এলাকায় কীটনাশক স্প্রে করা হয়। কীটনাশকের জন্য পোকামাকড় মারা যায়। পাখি সেইসব পোকামাকড় খেয়ে মারা যায়। এবিষয়ে সচেতনতা শিবির করে মানুষকে বোঝানো উচিত।