শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

মাল এলাকায় প্রথম দিন মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে শেষ হল।

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৬:৫৯ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২০ মঙ্গলবার

 মাল শহরে সহ মাল মহকুমা এলাকায় প্রথম দিনের    মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে শেষ হয়েছে ।এদিন বাংলা বা ভারনিকুলার বিষয়ে পরীক্ষা হয়।     মাল শহরে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র গুলিতে ১০২১ জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দেয়।  যানবাহনের পর্যাপ্ত ব্যবস্থা সহ অন্যান্য ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছিল 

শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, মাল শহরের প্রধান ভেন্যু মাল আদর্শ বিদ্যাভবন। মাল আদর্শ বিদ্যাভবনে ৪৯৮ জন পরীক্ষা দিয়েছে  এছাড়াও চারটি সাব ভেন্যু আছে।  সাব ভেন্যুগুলিতে পরীক্ষার্থীদের সংখ্যা যথাক্রমে সুভাষিনী উচ্চ বালিকা বিদ্যালয় (৩৫৩), পুস্পিকা উচ্চ বিদ্যালয় (২৭৪), বি এল উচ্চ বিদ্যালয় (১৯৬) এবং আনন্দ বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয় (১৯৮)। মাল শহরের মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের সেক্রেটারি এবং অফিসার ইনচার্জের দায়িত্বে যথাক্রমে মাল আদর্শ বিদ্যাভবনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উৎপল পাল এবং মাল সার্কেলের পরিদর্শক  বনশ্রী দাস আছেন। উৎপল বাবু বলেন মাধ্যমিক পরীক্ষা নিয়ে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছিল। প্রথম দিন নির্বিঘ্নে হয়েছে । প্রস্তুতি নিতে  প্রশাসনিক উদ্যোগে কয়েক দফায় বৈঠক হয়েছে মাল মহকুমা পুলিশ আধিকারিক দেবাশীষ চক্রবর্তী বলেন প্রতিটি ভেন্যুতে পুলিশ মোতায়েন ছিল  । পরীক্ষা চলাকালীন জেরক্স দোকানগুলিতে জেরক্স এর কাজ বন্ধ রাখা হয়েছে। প্রশাসনিক উদ্যোগে মাধ্যমিক পরীক্ষার্থীদের সহায়তায় বিভিন্ন রুটে য পর্যাপ্ত সংখ্যক যানবাহন চলাচলের উদ্যোগ নেওয়া হয়েছে।
মালবাজার শহরের পাশাপাশি চালসা, নাগরাকাটা, বাতাবাড়ি ও মেটেলি এলাকায় পরীক্ষা নির্বিঘ্নে হয়েছে।