সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ডুয়ার্স জুরে সিএএ, এনআরসি, এনপিআর বিরোধী বাইক র‍্যালি

দেবজ্যোতি মুখার্জি

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৬:১৫ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০২০ মঙ্গলবার

এনআরসি, সিএএ ও এনপিআরের বিরোধিতায় বাইক র‍্যালী করলো অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদ। গত কয়েক দিন আগে ডুয়ার্সের আসাম সীমান্তে সংকোচ থেকে এই বাইক র‍্যালী শুরু হয়। ইতি মধ্যে এই র‍্যালী বানারহাট, নাগ্রাকাটা, চালাসা হয়ে মালবাজার এসেছিল গত রবিবার। সোমবার দুপুরে আবার মালবাজার থেকে এই র‍্যালী ডামডিম, ওদলাবাড়ি, বাগ্রাকোট এবং সেভকের মধ্যে দিয়ে নক্সালবাড়ি উদ্দেশ্যে রওনা হয়। আদিবাসী পোশাক এ যুবকেরা এই র‍্যালী তে অংশ গ্রহণ করে। তাদের দাবি, কোন মতে বাংলায় এনআর সি  হতে দেওয়া হবে না। কেন্দ্রীয় সরকারের জন বিরোধী নিতির বিরুদ্ধে সোচ্চার হন তারা।
কেন্দ্রীয় বিজেপি সরকার দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চাইছে। আমরা সবাই মিলে মিশে থাকতে চাই দাবি আদিবাসী বিকাস পরিষদ নেতৃত্বের। এদিন এই র‍্যালীতে ছিলেন আদিবাসী নেতা তেজ কুমার টোপ্পো, অমরদন বাকলা সহ বিভিন্ন আদিবাসী নেতারা। এদিন ওদলাবাড়ি বাজারে এই র‍্যালী কে স্বাগত জানায় আদিবাসী সমাজ এবং তৃনমুল নেতৃত্ব।  এদিন সকল বাইক চালকদের পানিয় জল দেন তারা। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সদস্য আগাষ্টুস কেরকাট্টা, তৃনমুল নেতা তমাল ঘোষ, নাথু রায় প্রমুখ।