শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

মাধ্যমিক পরীক্ষার্থীদের ফ্রি পরিষেবা দেবে আলিপুরদুয়ারে টোটোওলারা

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৬:১৩ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০২০ মঙ্গলবার

 আলিপুরদুয়ারঃ 
মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এবছরের মাধ্যমিক পরীক্ষা। তাই পড়ুয়াদের সহায়তায় অভিনব উদ্যোগ টোটো চালকদের।
পরীক্ষার্থীদের বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্র ও ফের পরীক্ষার শেষে বিনা ভাড়ায় পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিলেন আলিপুরদুয়ার জেলার কালচিনি ও হাসিমারার ১০৮ জন টোটো চালক।হাসিমারায় রয়েছে তিনটি স্কুল।সব মিলিয়ে পরীক্ষার্থীদের সংখ্যা প্রায় আটশো জন।পরীক্ষার দিন গুলিতে ওই পড়ুয়ারা যাতে নিশ্চিন্তে ও নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্র গুলিতে যাতায়াত করতে পারে, সেই বিষয়টি মাথায় রেখেই ওই টোটো চালকরা এমন অভিনব মানবিক সিদ্ধান্ত নিয়েছেন।ঘটনা জানতে পেরে পরীক্ষার্থীদের পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিভাবকরা। হয়তো এই কারণেই ঠিক সময়ে পরীক্ষার কেন্দ্রে পৌঁছে যাবে পরীক্ষার্থীরা এই আশায় অভিভাবকরা।