কুয়াশায় চাবাগানে আটকা পড়ল দুই বুনো হাতি
দেবজ্যোতি মুখার্জি
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৮:১৬ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২০ সোমবার
সংংসকাল থেকেই ঘন কুয়াশায় ঢাকা ছিল ডুয়ার্স এলাকা। আর এই কুয়াশার কারনে দিক ভুল করে চাবাগানের মধ্যে আটকে পরলো দুটি হাতি। মালবাজার মহকুমার ক্রান্তি এলাকার কৈলাসপুর চাবাগানের ৫ নাম্বার সেকসনের ঘটনা।
স্থানিয় সুত্রে জানা গেছে গতকাল রাতে লাটাগুড়ি জংগল থেকে ক্রান্তি এলাকায় খাবারের সন্ধানে বেরিয়েছিল এই দুটি হাতি। ভোর হয়ে গেলেও কুয়াশার কারনে আর জঙ্গলে ফিরতে পারেনি হাতি দুটি। সেই কারনে চাবাগানের মধ্যে আশ্রয় নিয়েছে হাতি দুটি। এদিকে হাতি দেখতে সকাল থেকেই ভির করেন এলাকার মানুষজন। আর সেই কারনেই মাঝে মধ্যেই এদিক ওদিক চলে যাচ্ছে হাতি দুটি। ঘটনা স্থলে রয়েছে মালবাজার, কাঠামবাড়ি এবং রামসাই স্কোয়াড কর্মিরা। এছারা রয়েছে বিভিন্ন এলাকার কুইক রেসপন্স টিমের সদস্যরাও। সাধারণ মানুষ যাতে হাতি দুটোকে বিরক্ত না করে সেই জন্য বন কর্মিরা উৎসাহী মানুষজন কে দূরে সরিয়ে দেন।
বন দপ্তর সুত্রে জানা গেছে এই মুহুর্তে হাতি দুটো চাবাগানের মাঝখানে রয়েছে। তাই সন্ধার পর জঙ্গলে ফেরানো হবে।