বীরভূমের লকপুরী
এনআরসি,সিএএ র প্রতিবাদে অভিনব মিছিল মানববন্ধন
সেখ রিয়াজউদ্দিন
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১১:৪৩ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২০ রোববার
বীরভূম: সা
সারাদেশে এন আর সি,সি এ এ এর প্রতিবাদে মানুষ বিভিন্ন জায়গায় বিভিন্ন আঙ্গিকে প্রতিবাদে গর্জে ওঠে। সেরকমই আজ বীরভূম জেলার খয়রাশোল ব্লকের লোকপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে এক অভিনব প্রতিবাদ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করে।লোকপুর নীচু বাসস্ট্যান্ড এলাকায় বিবেকানন্দ আবক্ষ মূর্তির পাদদেশ জমায়েত হয়ে হাতে হাত রেখে মানববন্ধন কর্মসূচি পালন করে ও একটি বর্নাঢ্য মিছিল সহকারে গ্রাম পরিক্রমা করা হয়।এদিন সম্প্রীতির প্রতীক হিসেবে মহাত্মা গান্ধী, বিবেকানন্দ, যীশু খ্রীষ্ট,ও নজরুল ইসলামের স্ট্যাচু সাজে সজ্জিত মিছিলে পা মেলাতে বাড়ি ছেড়ে গৃহবধূ থেকে শিশু বয়স্ক সকল বয়সের মানুষ মিছিল দেখতে আগ্রহী হয়ে ওঠে। উল্লেখ্য খয়রাশোল ব্লক এলাকা যে দলীয় গোষ্ঠীদ্বন্দ্ব একটা বড় কারণ এদিন খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেসের অবজারভার অরুণ চক্রবর্তী সমস্ত স্তরের নেতাকর্মীদের মধ্যে পিয়ার মোল্লা, দেবদাস নন্দী, দীপক শীল,অনুদয় বাউরি,মোহন গোপ,গদাই দাস প্রমুখকে গোষ্ঠীদ্বন্দ্বের উদ্ধে ওঠে একত্রিত করার ফসল বা ছবি দেখে স্বভাবতই তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক থেকে নেতা সকলেই এই মিছিলে আপ্লুত। এদিনের পথসভায় বক্তব্য রাখেন খয়রাশোল ব্লকের দলীয় অবজারভার অরুণ চক্রবর্তী, ব্লক তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি তথা শিক্ষক সেখ জুলফিকার আলী। একান্ত সাক্ষাৎকারে আজকের ঘটনা সম্পর্কে বিস্তারিত জানান ব্লক তৃণমূল কংগ্রেসের অবজারভার অরুণ চক্রবর্তী।