গোরুমারা অভয়ারণ্য
বে আইনী ভাবে ড্রান ব্যবহার, বাজেয়াপ্ত
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৭:৩০ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২০ রোববার
অনুমতি ছাড়া গরুমারা অভয়ারণ্য সংলগ্ন এলাকায় ড্রোন ক্যামেরা ওড়ানোর অভিযোগে ড্রোনের মালিক কে জরিমারা করা হলো।শনিবার সন্ধ্যায় মেটেলি ব্লকের পর্যটন কেন্দ্র মূর্তিতে ওই ড্রোন ক্যামেরা ওড়ানো হয়।মূর্তির একটি বেসরকারি রিসোর্টে বিয়ের অনুষ্ঠান থেকে ওই ড্রোনটি ওড়ানো হয়।ক্যামেরাটি একসময় গরুমারা অভয়ারণ্য সংলগ্ন মূর্তি বিট অফিসের ওপরে চলে আসে।ঘটনার খবর পেয়ে মূর্তি বিট অফিসের বনকর্মীরা ওই রিসোর্টে গিয়ে ড্রোন ক্যামেরাটি বাজেয়াপ্ত করে বিট অফিসে নিয়ে আসে।খবর এসে রাত্রেই বিট অফিসে আসেন গরুমারা নর্থের রেঞ্জার সরদমনি ছেত্রী।তিনি বলেন,ড্রোন ক্যামেরার সব ফুটেজ দেখা হয়েছে।সেরকম কোনো ছবি বা ভিডিও পাওয়া যায়নি।অনুমতি ছাড়া ক্যামেরা ওড়ানোর জন্য ড্রোনের মালিককে ১১৫০ টাকা জরিমানা করা হয়েছে।এই ধরণের অভিযান চলতেই থাকবে।