রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলামপুর

যাদু শিবিরে রোগ সচেতনতা

জব্বার আলী ইসলামপুর

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১১:১৯ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২০ বৃহস্পতিবার

 পুষ্প প্রভাত নিউজ ইসলামপুর:
রোগ সচেতনতা সম্বন্ধে রাজ্য সরকারের এক অভিনব উদ্যোগ রোগ প্রতিরোধ বিষয়ে সচেতনতা করতে এবার ম্যাজিকেই মাত সকলে। ম্যাজিক দেখতে দেখতে কখন যে বিভিন্ন রোগ প্রতিরোধ এবং তা নিয়ে সচেতনতা বার্তা বেশ ভালোভাবে রপ্ত করে ফেলেছেন সকলে তা যেন অনেকে বুঝতেই পারেন নি। আর ঠিক এভাবেই একদম ব্যতিক্রমী কায়দায় ম্যাজিক দেখিয়ে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে।  এডস এবং কন্যাভ্রুন হত্যা বন্ধ করতে এবং অন্যান্য রোগ নির্মূল করতে এলাকা জুড়ে সাধারণ মানুষকে এভাবেই সচেতন করতে নামল পশ্চিমবঙ্গ রাজ্য এডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা।

লোকমাধ্যম প্রচারাভিযানের মাধ্যমে গ্রাম থেকে শহর এলাকার সাধারণ মানুষকে সচেতন করছেন তারা। কলকাতার বিশিষ্ট জাদুকর বি এন ঘোষ তার যাদুর মাধ্যমে এই প্রচার অভিযানে শামিল হয়েছেন। জাদু দেখিয়ে আনন্দের পরিবেশ তৈরি করে মজার মাধ্যমে সাধারণ মানুষকে যে সুন্দর ভাবে সচেতন করা যায় তা তাদের প্রত্যেকটি কর্মসূচিই যেন প্রমাণ করে। কারণ জাদুর প্রতি সাধারন মানুষ তথা শিশুদের একটা চিরকালীন আকর্ষণ রয়েছে। সেই আকর্ষণকে কেন্দ্র করেই তাদের কর্মসূচি চলে। সেখানে ছুটে আসেন সবাই। আর সেই আকর্ষণ কে কাজে লাগিয়ে চলে রোগ প্রতিরোধ সম্বন্ধে সচেতনতা শিবির ।জাদু শিবিরে এমনটা হয় তা ভাবতেই পারেন না অনেকে নেহাতই ভিড় জমান জাদুর টানে আনন্দ আবার টানে আর সেই ভিড় কেই কাজে লাগান বিখ্যাত সেই জাদুকর।