রোববার   ১৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২ ১৪৩১   ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

পৌরপতির উদ্যোগ

বিল্ডিং এর টাকা পেল ইসলামপুর হিন্দি হাই স্কুল

জব্বার আলী ,ইসলামপুর

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১১:০৬ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২০ বৃহস্পতিবার

স্থায়ী আস্তানা করার টাকা পেল ইসলামপুর হিন্দি হাই স্কুল।
জব্বার আলী, ইসলামপুর পুষ্প প্রভাত নিউজ,13/02/2020: 
 অবশেষে আরেকটি প্রত্যাশা পূরণ হলো ইসলামপুর বাসির । এবারে  স্থায়ী আস্তানা পাবে ইসলামপুর হিন্দি হাই স্কুল!বিদ্যালয়ের উন্নয়নকে সামনে রেখে ছাত্রদের সমস্যা ও তার সমাধান এর বিষয় নিয়ে বৃহস্পতিবার ইসলামপুর হিন্দি হাই স্কুলের নবনির্মিত বিদ্যালয় প্রাঙ্গণে সভা অনুষ্ঠিত হলো। ইসলামপুর হিন্দি জুনিয়র হাই স্কুলের এদিনের ওই সভাতে উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল।
তিনি বলেন, হুগলি রিভার ব্রিজ কমিশনের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর এই প্রথম শহর ইসলামপুরের জন্য তিনি কোনো উন্নয়নমূলক কাজের বরাদ্দ নিয়ে আসতে পারলেন। ইসলামপুর হিন্দি জুনিয়র হাই স্কুলের নতুন ভবন নির্মাণের জন্য বরাদ্দ করা হয়েছে সাতাশ লক্ষ তেষট্টি হাজার পাঁচশ এক টাকা। এদিন তিনি বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে তুলে দেন ওই চেক। তিনি আরো বলেন, আদর্শ সেবা সংগঠন নামে একটি সংস্থার চেষ্টায় এই স্কুলটি ইসলামপুরে প্রয়োজনের ভিত্তিতে শুরু করা হয়েছিল। ইসলামপুরে হিন্দি ভাষাভাষী এবং পঠন-পাঠন কারি ছাত্রছাত্রীর সংখ্যা অনেক হলেও ছিলনা কোন হিন্দি স্কুল ।ফলে প্রাথমিকের পাঠ চুকিয়ে অনেককেই হিন্দি মাধ্যমে পড়াশোনার জন্য দৌড়াতে হতো পার্শ্ববর্তী বিহারের কিশানগঞ্জ জেলায় অথবা শিলিগুড়িতে 
এবারে হিন্দি হাই স্কুলের নিজস্ব ভবন এবং পরিকাঠামো তৈরি হলে এই সমস্যা আর থাকবে না বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। উল্লেখ্য ইসলামপুরে হিন্দি হাই স্কুল তৈরি হওয়ার পর থেকেই তা অস্থায়ীভাবে প্রাতঃকালীন বিভাগে ইসলামপুর হাইস্কুলের ভবনে করা হতো।
 বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পঙ্কজ ঠাকুর জানান, তিনিও একসময় স্বপ্ন দেখতেন ইসলামপুরে একটি হিন্দি হাই স্কুল হবে। দীর্ঘদিন ধরে ইসলামপুর হাইস্কুলে প্রাতঃকালীন বিভাগে চলছিল  ক্লাস। এখন তাদের স্বপ্ন পূরণ হতে চলেছে। যদিও সেখানে দুটি শ্রেণীকক্ষ করা হয়েছে। তবুও বিদ্যালয়ের পঠন পাঠনের উন্নয়নে সেটি পর্যাপ্ত নয়। সম্পূর্ণ কাজ শেষ হলে তবেই এই বিদ্যালয় পঠন-পাঠনের পুরোপুরি উপযুক্ত হয়ে উঠবে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজকর্মী মোজাফফর হোসেন এবং জাকির হোসেন সহ অন্যান্যরা।