শনিবার   ১৮ জানুয়ারি ২০২৫   মাঘ ৫ ১৪৩১   ১৮ রজব ১৪৪৬

ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা মহারাজের জন্ম বার্ষিকি

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:৫৪ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২০ মঙ্গলবার

ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা যুগাচার্য্য শ্রীমত স্বামী প্রণবানন্দজী মহারাজের জন্ম বার্ষিকি উপলক্ষে তার জন্মভূমি লীলাক্ষেত্র বাংলাদেশের বাজিতপুর সেবাশ্রম ও সংঘের প্রধান কার্য্যালয় কোলকাতার বালিগঞ্জের ন্যায় রায়গঞ্জ এও প্রণবানন্দের দোল উতসব পালিত হল। এদিন নানা রঙ বাহারী ফুলে দোলনা সাজিয়ে তাতে গুরু মহারাজের প্রতিকৃতিকে রাজ রাজেশ্বর বেশে সাজিয়ে পুজো করা হয়। পাশাপাশি রায়গঞ্জ পৌরসভা কর্তৃক প্রতিষ্ঠিত দেবীনগর কালিবাড়ীতে প্রনবানন্দের পুর্নাবয়ব মুর্তিতেও ফুল মালায় সাজিয়ে সন্ধ্যারতি করা হয় ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে।