সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

টোটো চালকদের বিভিন্ন দাবিতে মালদা জেলা প্রশাসনিক ভবনে ডেপুটেশন

হক নাসরিন বানু , মালদহ

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৪:৫২ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২০ সোমবার

টোটো চালকদের বিভিন্ন দাবি নিয়ে মালদা জেলা প্রশাসনিক ভবনে ডেপুটেশন দিলো মালদায় বাম পরিচালিত টোটো ইউনিয়নের সদস্যরা। সোমবার দুপুর ১ টা নাগাদ, মালদা শহরে মিছিল করে জেলা প্রশাসনিক ভবনের সামনে জমায়েত হন সংগঠনের সদস্যরা। নেতৃত্ব দেন বাম নেতা কৌশিক মিত্র, মিন্টু চৌধুরী, নুরুল ইসলাম, মুকুল কর্মকার, নিখিল দাস সহ অন্যান্যরা।তাদের দাবি, অন্যায় ভাবে টোটো চালকদের হয়রানি করা হচ্ছে। টোটো চালকদের ন্যায্য দাবির জন্য দলের পক্ষ থেকে তারা হাইকোর্টে মামলা দায়ের করেছেন। আইনজীবী বিকাশ ভট্টাচার্য সেই মামলা লড়ছেন।

টোটো চালকদের ন্যায্য দাবি নিয়ে সংগঠনের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয় জেলা প্রশাসনিক ভবনে।