বল টেম্পারিং: ক্রিকেট অস্ট্রেলিয়ার ডিরেক্টর মার্ক টেলরের পদত্যাগ
দৈনিক জাগরণ
প্রকাশিত : ১২:১০ পিএম, ৫ নভেম্বর ২০১৮ সোমবার
বল টেম্পারিং কেলেঙ্কারির জেরে অস্ট্রেলিয়ার তিন ক্রিকেটারকে নিষিদ্ধ করার পর এখন তার ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে অজি ক্রিকেট বোর্ডে। তারই জের ধরে সিএ’র প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড ও ডেভিড পিভারের পর পদত্যাগ করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার ডিরেক্টর ও সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার মার্ক টেলর।
সোমবার (৫ নভেম্বর) ক্রিকেট অস্ট্রেলিয়ার ডিরেক্টরের পদ থেকে তিনি পদত্যাগ করেন।
পদত্যাপত্রে টেলর লিখেছেন, বিশেষভাবে খেলার সেরা স্বার্থগুলো স্পষ্টভাবে মনে রেখে আমি দীর্ঘ সময় আত্মা অনুসন্ধানের পর এই সিদ্ধান্তে পৌঁছেছি।
গত সোমবার সিডনির এথিকস সেন্টারের স্বাধীন এক রিপোর্টে বল টেম্পারিং নিয়ে উঠে এসেছে বল টেম্পারিং কাণ্ডের দায় বোর্ড এড়াতে পারে না। তাদের জিততে হবে মানসিকতাই নাকি খেলোয়াড়দের এমন অনৈতিক কাজ করতে উৎসাহিত করেছিল।
রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছিল, অহংকার এবং প্রতিপক্ষকে সবসময় দমিয়ে রাখার প্রবণতার কু-মানসিকতায় দিন দিন বিপথে যাচ্ছে অস্ট্রেলিয়ার ক্রিকেট।
প্রসঙ্গত, চলতি বছরের শুরুতে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে শিরিষ কাগজ দিয়ে বল টেম্পারিং করার দায়ে জাতীয় দল থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হন অজিদের তৎকালীন অধিনায়ক স্টিভেন স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার। আর নয় মাসের নিষেধাজ্ঞা পান ক্যামেরন ব্যানক্রফট।