সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইলেভেন স্টার এর ক্রিকেট টুর্নামেন্টের শুভ সূচনা

জব্বার আলী ,ইসলামপুর

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১২:৩৬ এএম, ১০ ফেব্রুয়ারি ২০২০ সোমবার

নক আউট ক্রিকেট টুর্নামেন্টের শুভ সূচনা
 জব্বার আলী, ইসলামপুর ,পুষ্প প্রভাত নিউজ নিউজ 9 ফেব্রুয়ারি 2020
রবিবার সাড়ম্বরে ইসলামপুর আদিবাসী স্পোর্টিং ক্লাব ময়দানে মিলন পল্লী ইলেভেন স্টার এর পরিচালনায় তথা ব্যবস্থাপনায় শুভ সূচনা হলো 12 দলীয় নক আউট ক্রিকেট টুর্নামেন্টের ।কালিদাস মন্ডল স্মৃতি চ্যাম্পিয়ন এবং প্রাণ কৃষ্ণ সরকার মেমোরিয়াল রানার্সআপ নক আউট ক্রিকেট টুর্নামেন্টের শুভ সূচনা তে এদিন ইসলামপুর বাস টার্মিনাল থেকে খেলার মাঠ চাই এই দাবি-দাওয়া সহ মশাল মিছিল শুরু হয় 
মশাল মিছিল এর শুভ উদ্বোধন করেন ইসলামপুর পৌরসভার পৌর পিতা শ্রী কানাইয়া লাল আগারওয়াল মহাশয় ।এদিন উদ্বোধনী ম্যাচ শুরুর আগেই ইলেভেন স্টারের পতাকা উত্তোলন করেন সহ-সভাপতি শ্রী নিখিল চন্দ্র দাস এবং পৌরসভার পৌর  পিতা শ্রী কানাইলাল আগরওয়াল মহাশয় ।অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পৌর পিতা এবং উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি জাবেদ আখতার। উপস্থিত ছিলেন ইসলামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রী শ্যামল সরকার, গ্রাম পঞ্চায়েতের সদস্য রাগিব আলম এবং সমাজসেবী মজিব রহমান ।পতাকা উত্তোলনের পর স্বর্গীয় প্রাণ কৃষ্ণ সরকার এবং কালিদাস মন্ডলের প্রতিকৃতিতে মাল্যদান ,খেলোয়াড় পরিচিতি, নীরবতা পালন এবং জাতীয় সংগীতের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। খেলোয়াড় পরিচিতির পর  ব্যাট দিয়ে বল মেরে ম্যাচের শুভ উদ্বোধন করেন পৌর পিত। এদিনের উদ্বোধনী ম্যাচ তথা প্রথম প্রি কোয়ার্টার ফাইনালে মিলন পল্লী মুক্তি সংঘ জয় লাভ করে ।ম্যান অফ দ্যা ম্যাচ হয় কল্যাণ রায় এবং দ্বিতীয় প্রি কোয়ার্টার ফাইনালে জয় লাভ করে ঝিটকিয়া ইলেভেন স্টার । ম্যান অব দ্য ম্যাচ হন আব্রার খান ।আগামীকাল প্রথম ম্যাচে  অর্থাৎ দ্বিতীয় প্রি কোয়ার্টার ফাইনালে অংশগ্রহণ করবে তার তারান জি বাড়ি বিবেকানন্দ ক্লাব এবং তার সঙ্গে প্রতিযোগিতায় নামবে বরট ইলেভেন। দ্বিতীয় ম্যাচে  অর্থাৎ দ্বিতীয় প্রি কোয়ার্টার ফাইনালে অংশগ্রহণ করবে জেপি ঠান্ডার ইসলামপুর এবং মর্ডান স্পোটিং ক্লাব ইসলামপুর ।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পৌর পিতা কানাইয়ালাল আগারওয়াল ইলেভেন স্টার এর মাঠের দাবিকে মান্যতা দেন এবং বলেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তিনি এ বিষয়ে ইতিমধ্যেই বার্তা পৌঁছে দিয়েছেন ।খুব শীঘ্রই এই দাবি-দাওয়া পূরণে তারা সচেষ্ট হবেন এবং ইসলামপুর পৌরসভার দক্ষিণ এলাকায় একটি পূর্ণাঙ্গ মাঠের ব্যবস্থা করা হবে।।