সালিশি সভায় কৃষকের মাথায় হাতুড়ি দিয়ে মেরে খুনের চেষ্টা
হক নাসরিন বানু , মালদহ
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৩:১৬ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২০ শনিবার
মালদা:
জমির আল কাটাকে কেন্দ্র করে বিবাদের জেরে গ্রামে সালিশি সভা, আর সেই সালিশি সভাতেই এক কৃষকের মাথায় হাতুড়ি দিয়ে মেরে খুনের চেষ্টার অভিযোগ দুস্কৃতির বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে মালদা গাজোল থানার আলাল গ্রাম পঞ্চায়েতের সুরমনি এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, যখম চাষীর নাম, নুরুল ইসলাম (৪৭)। অভিযুক্ত দুস্কৃতির নাম, নুর ইসলাম। জানা গেছে বৃহস্পতিবার নুরুলের জমির আল কেটে নেয় অভিযুক্ত নুর ইসলাম। এই নিয়ে প্রতিবাদ করেন নুরুলের দাদা রুহুল আমিন। তাদের মধ্যে বচসা শুরু হয়। শুক্রবার দু'পক্ষকে নিয়ে সালিশি সভা ডাকা হয়। এদিন দু'পক্ষই সভাই হাজির ছিলেন। সভা চলাকালীন নুরুল ইসলামের ওপর হাতুড়ি নিয়ে চড়াও হয় অভিযুক্ত নুর ইসলাম সহ তার অনুগামীরা। শুক্রবার গভীর রাতে আশঙ্কাজনক অবস্থায় নুরুলকে মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়। আহতর মাথায় পাঁচটা সেলাই পড়েছে বলে জানা গিয়েছে। বর্তমানে সেখানেই চলছে তার চিকিৎসা ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। ঘটনায় মালদা গাজোল থানার পুলিশ অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে।