নস্যশেখ বোর্ড,ভূমিপুত্র স্বীকৃতির দাবী ও NRC-র বিরুদ্ধে নস্যসেখরা
সাজ্জাদ হোসেন
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৬:২২ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০২০ শুক্রবার
কোচবিহার
উত্তরবাংলার মুসলিম সম্প্রদায়ের নানা জনগোষ্ঠীর মধ্যে নস্যশেখ জনজাতি সর্ববৃহদ জনগোষ্ঠী। এছাড়াও ঐতিহাসিকভাবে নস্যশেখরা উত্তরবঙ্গের ভুমিপুত্র । আজ একটি সভায় নস্যশেখ উন্নয়ন পরিষদের কোচবিহার জেলা কমিটির সভাপতি সাজ্জাদ হোসেন আহমেদ তার বক্তব্যে নস্যশেখদের ভূমিপুত্র হিসেবে স্বীকৃতি এবং পৃথক নস্যশেখ উন্নয়ন পর্ষদ গঠনের দাবীকে জোড়ালো ভাবে তুলে ধরেন। তিনি বলেন, সেই কালে কামতাপুর রাজ্যের প্রজা বর্গের মধ্যে যারা তদকালীন শেখ ধর্মগুরু পীরের হাত ধরে ইসলাম ধর্ম গ্রহন করেছেন তারাই নস্যশেখ হিসাবে পরিচিত । কামতাপুরের রাজা (কামতেশ্বর) নীলাম্বর চক্রধ্বজের আমল(1495) থেকেই কামতাপুরের অগণিত মানুষ সহজ সরল শান্তির ইসলাম গ্রহন করে নস্যশেখ উপাধি নিয়েছেন। কামতাপুরের নস্যশেখ মানুষেরা মুসলমান হলেও, তারা কামতাপুরের কৃষ্টি-কালচার, খাওয়া-খাদ্য, মুখের ভাষা, প্রচলিত নিয়ম কানুন ছেড়ে বেড়িয়ে আসতে পারে নি। এখনোও সুকটা-সিদলের খাদ্যাভ্যাস,গছিপুনা, হালপাষন,নবান্ন,সাঁদখাওয়ানি নানাবিধ কামতাপুরী সংস্কার মেনে নস্যশেখ মানুষেরা ইসলামপন্থি হয়েও সামাজিকতার মহান আদর্শের পরিচয় দিয়ে চলেছেন। সর্বোপরি উত্তরবাঙলার ভাওয়াইয়াতে এখনোও মুসলিম নস্যশেখরা উল্লেখযোগ্য ভুমিকা পালন করে থাকে। এই সমস্ত কারনে প্রমানিত,যে নস্যশেখ জনগোষ্ঠীর মানুষ উত্তরবাংলার ভুমিপুত্র। সঙ্গত কারনেই নস্যশেখ জনগোষ্ঠীক ভুমিপুত্র স্বীকৃতি দিতে এবং নস্যশেখ উন্নয়ন পর্ষদ গঠন করার দাবী নিয়ে বক্তারা মুখরিত হন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী জয়ন্ত রায় মহাশয়। জয়ন্ত রায় নস্যশেখদের দাবীর সমর্থনে বক্তব্য দিতে গিয়ে বলেন, নমঃশুদ্র, মতুয়া,গোর্খাদের পর্ষদ গঠিত হয়েছে তাহলে নস্যশেখ উন্নয়ন পর্ষদ হবে না কেনো। নস্যশেখদের ভূমিপুত্র স্বীকৃতির দাবী এবং পৃথক উন্নয়ন বোর্ড গঠনের দাবী ন্যায় সঙ্গত। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের জনবিরোধী CAA, NRC, NPR বিরোধীতায় সকলকে এগিয়ে আসতে হবে, কেননা বিজেপি সরকার নানান ছলনায় মানুষকে বিপদের মুখে ঠেলে দিয়ে বিভ্রান্তিতে রেখেছে এবং সেই সুযোগে জাতীয় সম্পত্তি ও অর্থনৈতিক প্রতিষ্ঠানকে একে একে বেসরকারিকরণ করে দেশকে সর্বনাশের দিকে ঠেলে দিচ্ছেন ।
সভায় কেন্দ্রীয় নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের দাবী এবং NRC,NPR নিয়ে তিব্র প্রতিবাদ করে ভাষন দেন নস্যশেখ উন্নয়ন পরিষদের কোচবিহার জেলা কমিটির সহ সভাপতি হবিবর রহমান, এছাড়াও বক্তব্য রাখেন আব্দুল আলিম জুয়েল, খয়বর আলী, আব্দুর রহমান প্রমুখ নেতৃত্ব।
শেষে নস্যশেখ উন্নয়ন পরিষদের শীতলখুচী ব্লক কমিটি গঠন করা হয়েছে। সভাপতি পদে ফারুক হোসেন, সম্পাদক পদে কুতুবুল রাব্বানী, কোষাধ্যক্ষ পদে রফিকুল হক কে মনোনীত করে 25 জনের নতুন ব্লক কমিটি ঘোষিত হয়েছে ।