নিখিল বঙ্গ শিক্ষক সমিতি শতবর্ষ উদযাপন
পুষ্পপ্রভাত ডেস্ক
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১০:০৪ এএম, ৭ ফেব্রুয়ারি ২০২০ শুক্রবার
নিখিল বঙ্গ শিক্ষক সমিতি শতবর্ষ উদযাপন
রাজ্যের ঐতিহ্যবাহী শিক্ষক সংগঠন নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির শতবর্ষ উদযাপন উপলক্ষে ইসলামপুর বাস টারমিনাসেএকটি মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয় ।এদিনের অনুষ্ঠানে নবীন এবং প্রবীণ শিক্ষক সদস্যরা উপস্থিত ছিলেন ।অনুষ্ঠানের শুরুতেই প্রবীণ শিক্ষকদের সভাপতি করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। শুরুতেই সংগঠনের ঐতিহ্যবাহী পতাকা উত্তোলন করা হয় ,শহীদ বেদীতে মাল্যদান করা হয় এবং শহীদদের স্মৃতি রোমন্থন করা হয় পাশাপাশি বিগত দিনে শিক্ষক আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে নীরবতা পালনের পাশাপাশি তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।পরবর্তীতে সভাপতির নির্দেশে নবীন এবং প্রবীণ শিক্ষক সদস্যগণ সংগঠনের ঐতিহ্যের পটভূমিকা সম্পর্কে তাদের বক্তব্য আলোকপাত করেন ।শতবর্ষে পদার্পণ করে সংগঠনের তাদের সদস্যদের প্রতি দায়বদ্ধতা যে আরও বেড়ে গিয়েছে সে বক্তব্যই উঠে আসে তাদের কথায় পাশাপাশি তাদের ঐতিহ্যবাহী সংগঠনের শতবর্ষ উদযাপনের জন্য সারা বছর ব্যাপী বিভিন্ন উৎসব অনুষ্ঠান করার জন্য প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে বলে জানানো হয়েছে ।নিখিল বঙ্গ শিক্ষক সমিতি ইসলামপুর শাখা এর পক্ষে হিমাংশু সরকার ,আশুতোষ সরকার নীল বাড়ৈ সহ অন্যান্য নবীন ও প্রবীণ নেতৃত্ব জেলা ও রাজ্য নেতৃত্ব উপস্থিত ছিলেন।