সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয় যুব কম্পিউটার সেন্টারের উদ্বোধন রাজনগরে ভবানীপুরে

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:৫০ এএম, ৬ ফেব্রুয়ারি ২০২০ বৃহস্পতিবার

বীরভূমের রাজনগরের ভবানীপুরে উদ্বোধন হল জাতীয় যুব কম্পিউটার সেন্টার নামে একটি কম্পিউটার শিক্ষা প্রতিষ্ঠানের। ভবানীপুর মোড়ে এই কম্পিউটার সেন্টারের উদ্বোধন করেন স্থানীয় সমাজসেবী তথা শিক্ষাপ্রেমী রানা প্রতাপ রায়। উপস্থিত ছিলেন শিক্ষক শান্তিরাম চক্রবর্তী, সংস্থার ডাইরেক্টর সত্যজিত মাহাতো, শিক্ষক কানাই মাল সহ অন্যান্যরা। সত্যজিৎ মাহাতো জানান এই কম্পিউটার শিক্ষা কেন্দ্রে এলাকার পড়ুয়ারা কম্পিউটার শিক্ষায় শিক্ষিত হয়ে স্বনির্ভর হওয়ার সুযোগ পাবে। এই কম্পিউটার শিক্ষা কেন্দ্র থেকে আমরা যথাযথ ভাবে আন্তরিকতার সাথে প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করব। যাতে ভবিষ্যতে শিক্ষার্থীরা নিজেদের স্বপ্নপূরণ করতে পারে। শিক্ষা প্রতিষ্ঠানের এদিনের উদ্বোধক রানা প্রতাপ রায় জানান ভারত সরকার অনুমোদিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি এলাকার শিক্ষার্থীদের কাছে একটি নূতন দিশা খুলে দেবে এই আশা রাখছি। সাথে এই শিক্ষা প্রতিষ্ঠানটির সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি।