এসটি এবং এস সি ছাত্র-ছাত্রীদের বিজ্ঞানমুখী করতে অভিনব উদ্যোগ সি
হক নাসরিন বানু
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১১:০৩ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০২০ বুধবার
এসটি এবং এস সি ছাত্র-ছাত্রীদের বিজ্ঞানমুখী করতে অভিনব উদ্যোগ সি- ডিএসির।
এসটি এবং এস সি ছাত্র-ছাত্রীদের বিজ্ঞানমুখী করে তুলতে অভিনব উদ্যোগ ভারত সরকারের অধীনস্থ সি-ডিএসি নামক একটি সংস্থার। মূলত এই মর্মে মালদা সর্বশিক্ষা মিশনের সহযোগিতায় মালদা টাউন হলে ওই সংস্থার উদ্যোগে জেলার ১০০ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে শুরু হলো কম্পিউটার প্রশিক্ষণ শিবির। জানা গেছে চার দিনব্যাপী এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। এই বিষয়ে ওই সংস্থার অ্যাসোসিয়েট ডিরেক্টর অলকেশ ঘোষ জানান, সর্বশিক্ষা মিশনের সহযোগিতায় ভারত সরকারের অধীনস্থ তাদের এই সংস্থা উত্তরবঙ্গের এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের বিজ্ঞানমুখী করে তুলতে এই উদ্যোগ নিয়েছে। মালদা জেলার টি বিদ্যালয় থেকে আট জন করে ছাত্র ছাত্রী এবং দুইজন করে শিক্ষক-শিক্ষিকারা অংশ নিয়েছেন এই প্রশিক্ষণ শিবিরে। খুব সহজ ভাষায় এবং নাটকের মধ্যে দিয়ে ছাত্র-ছাত্রীদের বিজ্ঞানমুখী করে তুলতে প্রশিক্ষণ দেওয়া হবে এই চার দিনব্যাপী।