রক্তদান ও থ্যালাসেমিয়া সচেতনতা রেলি
জব্বার আলী ইসলামপুর
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১০:০৮ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২০ মঙ্গলবার
জব্বার আলী, পুষ্প প্রভাত নিউজ, ইসলামপুর 4-2-2020
অল বেঙ্গল ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স অর্গানাইজেশনের 110 জন সমাজকর্মী তাদের থালাসেমিয়া ও ব্লাড ডোনেশন বা রক্তদান সংক্রান্ত সচেতনতা শিবির নিয়ে মঙ্গলবার ইসলামপুরে পৌঁছলো। ব্লাড ডোনার অরগানাইজেশনের পক্ষে গোবিন্দ অধিকারী এবং অন্যান্য সমাজকর্মীরা জানিয়েছেন রাজ্যে রক্তদানের এখনো সেরকম ভাবে সচেতনতা গড়ে ওঠেনি। ফলে মাঝেমাঝেই সরকারি বা বেসরকারি হাসপাতালে যে সমস্ত মুমূর্ষু রোগী ভর্তি হচ্ছেন তাদের মধ্যে রক্তের আকাল দেখা দিচ্ছে অনেকে রক্তের অভাবে মারা যাচ্ছেন ।এমতাবস্থায় জনগণের মধ্যে রক্তদান সম্পর্কে সচেতনতা গড়ে তুলবার জন্য আমরা এ উদ্যোগ চালু করেছি। দলটি কলকাতা থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে আগামীকাল রওনা হবে ।পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে থালাসেমিয়া একটি মরণব্যাধি পশ্চিম বাংলার জনগণ বিশেষ করে সচেতন নয় অনেক রোগে আক্রান্ত হয়ে রক্তের অভাবে মারা যাচ্ছেন তাই সমাজকে যাতে আমরা থালাসেমিয়া মুক্ত করতে পারি বা থালাসেমিয়া রোগীদেরকে আমরা রক্তদান করে বাঁচিয়ে রাখতে পারি তার জন্য আমাদের এই সচেতনতা রেলি । আজ অর্থাৎ চৌঠা ফেব্রুয়ারি আমাদের রেলী ইসলামপুর শহর পরিক্রমা করেছে ।ইসলামপুর মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের সব রকম ভাবে সহযোগিতা করা হয়েছে যাতে আমরা ইসলামপুর শহরেও এই রক্তদান সম্পর্কে সচেতনতা বার্তা ছড়িয়ে দিতে পারি এবং পাশাপাশি আমরা থালাসেমিয়া সম্বন্ধীয় জনগণের মধ্যে সচেতনতা ছড়িয়ে দিতে পারি ।এদিন সমাজকর্মীদের এ দলটি গোটা ইসলামপুর শহরে তাদের ট্যাবলো সহ এবং সেইসঙ্গে অ্যাম্বুলেন্সসহ শহর পরিক্রমা করে এবং পরিক্রমা শেষে ইসলামপুর শহরের বাস টার্মিনাল শেষের জমায়েত হয় এবং সেখানে রক্তদান সম্পর্কে অবহিত করতে জনগণের মধ্যে বক্তব্য রাখেন এবং থ্যালাসেমিয়া সম্বন্ধে আলোচনা করেন।