সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

মেসির গোলেও জিতল না বার্সা

অনলাইন ডেস্ক :

দৈনিক জাগরণ

প্রকাশিত : ০৩:৫৭ পিএম, ৮ অক্টোবর ২০১৮ সোমবার

চ্যাম্পিয়ন্স লিগে টটেনহ্যামের বিপক্ষে দুর্দান্ত খেলা বার্সেলোনা পয়েন্ট হারাল লা লিগায়। কাতালানরা ভ্যালেন্সিয়ার সঙ্গে ড্র করেছে। রোববার রাতে বার্সেলোনা-ভ্যালেন্সিয়া ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

এসেকিয়েল গারায়ের গোলে শুরুতেই এগিয়ে যায় ভালেন্সিয়া। প্রথমার্ধে লিওনেল মেসির গোলে সমতা ফেরায় বার্সেলোনা। লা ‍লিগায় বার্সার পথ হারানোর শুরুটা হয় জিরানোর সঙ্গে ২-২ গোলে ড্রয়ের পর। এরপর লেগানেসের হেরে যায় ভালভার্দের শীষ্যরা। চ্যাম্পিয়ন্স লিগে টটেনহ্যামের মুখোমুখি হওয়ার আগে অ্যাটলেটিকো বিলবাওয়ের সঙ্গেও ১-১ গোলে ড্র করে বার্সা।  

ঘরের মাঠে দ্বিতীয় মিনিটে গারায়ের গোলে এগিয়ে যায় ভালেন্সিয়া। কর্নার থেকে লুইস সুয়ারেজের হেড জেরার্ড পিকের পিঠে লাগলে পেয়ে যান গারায়। অরক্ষিত আর্জেন্টাইন ডিফেন্ডারের জালের দেখা পেতে কেবল একটা টোকার দরকার ছিল।

২১ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে মেসির বাঁকানো শট পরীক্ষা নিতে পারেনি ভালেন্সিয়া গোলরক্ষক নেতোর। তবে দুই মিনিট পর আর পারেননি। সুয়ারেজের সঙ্গে ‘ওয়ান-টু’ খেলে এগিয়ে গিয়ে দারুণ ফিনিশিংয়ে ডান দিকের পোস্ট ঘেঁষে জাল খুঁজে নেন বার্সেলোনা অধিনায়ক। লিগে এটি মেসির ষষ্ঠ আর চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১১তম গোল। দানি আলভেজকে (২৬) ছাড়িয়ে লা লিগায় মেসির গোলে সবচেয়ে বেশি অবদান রাখা খেলোয়াড় এখন সুয়ারেজ (২৭)।

৭৫তম মিনিটে দারুণ সুযোগ আসে ফিলিপে কুতিনহোর সামনে। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও শট নিতে পারলেন না। তার সময় নষ্টের সুযোগে পিছন থেকে এসে বল বিপদমুক্ত করেন গারায়।

শেষের দিকে আক্রমণের ধার বাড়াতে উসমান দেম্বেলে ও রাফিনিয়াকে নামান কোচ। কিন্তু স্বাগতিকদের জমাট রক্ষণ ভাঙতে পারেনি বার্সেলোনা।

৮ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে তালিকার দুই নম্বরে আছে বার্সেলোনা। দিনের অন্য ম্যাচে সেল্তা ভিগোকে ২-১ গোলে হারানো সেভিয়া ১৬ পয়েন্ট নিয়ে উঠে গেছে শীর্ষে। ১৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে রিয়াল মাদ্রিদ।