জালিয়াতি করেছে NHAI ও রাজ্য
করাজ্যঃশংকর ভাওয়াল
জববার আলি
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১০:৩৩ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২০ শনিবার
রাজ্য সরকার ও NHAI কৃষকদের সাথে জালিয়াতি করেছে ঃশংকর ভাওয়াল
জব্বার আলী, পুস্পপ্রভাতনিউজ,ইসলামপুর 1ফেব্রুয়ারি2020,
উওর দিনাজপুর জেলার ইসলামপুর এ বাই পাস চার লেনের রাস্তা বানাচ্ছেNHAI । এখানে রাজ্য সরকার দ্বারা প্রায় ৩০০০ কৃষকদের নিকট হতে প্রায় ২০০ একর তিন ফসলী কৃষি জমি, বাস্তু জমি, ভীট জমি, চা বাগান ইত্যাদি অধিগ্ৰহন করেছে। এখানে রাজ্য সরকার ও NHAI সম্মিলিত ভাবে কৃষকদেরকে খুব ঠকিয়েছে, জালিয়াতি করেছে, ধোকা দিয়েছে কৃষকদেরকে এমনই অভিযোগ করলেন কৃষক শংকর ভাওয়াল।সরকারের তরফ থেকে ন্যায্য ক্ষতিপূরণ, চাকুরী, সরকারি ঘড়বাড়ীর ও ল্যান্ডলুজার সার্টিফিকেট দেবার দুই দুইবারর লিখিত প্রতিশ্রুতি দেবার পরও ন্যায্য ক্ষতিপূরণতো দেয়নি উপরন্তু এখনো বহু কৃষককে ক্ষতিপূরণের টাকা দেওয়া বাকি আছে অথচ পার্টির দালালদের মাধ্যমে পুলিশ দিয়ে জোর করে জমির দখল নিয়ে নিয়েছে। তাই এলাকায় কৃষকদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে, ক্ষতিপূরণ না পেয়ে অসহায় কৃষকরা ক্ষোভে ফূঁসছে ও আতঙ্কে দিন কাটাচ্ছে। কোন নেতা মন্ত্রী কৃষকদের কোন কথাই শুনছেনা উপরন্তু কৃষকরা শান্তিপূর্ণ ভাবে ন্যায্য দাবি জানাতে গেলে সেখানে পুলিশ পৌঁছে যাচ্ছে এবং কৃষকদের কে হেনস্তা করছে। এখানে ক্ষতিপূরণের টাকা নয় ছয় হয়েছে, দালালদের লাখ লাখ টাকা খাইয়েছে সরকার ও ঠিকাদার। আর কৃষকদেরকে ভীষন ভাবে ঠকিয়েছে অথচ কৃষকদেরকে দেখার মত কেউ নেই। অথচ সব সরকার, নেতা মন্ত্রীরা সব সময় জনগনের সাথে আছেন বলে দাবি করছেন। এর প্রতিবাদে শীঘ্রই তারা আন্দোলন নামবেন বলে দাবি করেছেন। যদিও ইসলামপুরের মহকুমার শাসক খোরশেদ আলম জানিয়েছেন খুব শীঘ্রই কৃষকদের সমস্ত ন্যায্য ক্ষতিপূরণ মিটিয়ে দেয়া হবে। তাদের কোন আন্দোলনে যাওয়ার প্রয়োজন নেই কারণ রাজ্য তথা দেশের মানুষের স্বার্থে এই জাতীয় সড়কের বাইপাস করা হচ্ছে।