বিদায় সংবর্ধনায় সবুজের বার্তা তাঁতিপাড়া নবকিশোর বিদ্যানিকেতনের
খান আরশাদ, বীরভূম
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৫:২২ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২০ শনিবার
বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত তাঁতিপাড়া নবকিশোর বিদ্যানিকেতনের গণিত বিষয়ের শিক্ষক অরূপ কুমার সেনের ছিল বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। সেই অনুষ্ঠান থেকেই সবুজের বার্তা দিলেন বিদায় শিক্ষক অরূপ কুমার সেন। তিনি ছাত্র দের হাতে তুলে দিলেন একটা করে মেহগনি চারা গাছ । তার এই অভিনব বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে খুশি ছাত্র- শিক্ষক শিক্ষিকা অভিভাবকরা । অরূপ কুমার সেন ১৯৮৭ সালে তাঁতিপাড়া নবকিশোর বিদ্যানিকেতন বিদ্যালয়ে শিক্ষক পদে যোগদান করেন। দীর্ঘ ৩৩ বছর তিনি এই বিদ্যালয়ে সুনামের সঙ্গে শিক্ষকতা করে গেছেন । তার এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের । এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালন কমিটির অনুপ কুমার গড়াই, মানস কুমার দে, গোপাল সরকার সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবীর ঘোষ সহকারী শিক্ষক গুরুদাস সাহা সহ বহু বিশিষ্ট ব্যক্তি।