টাইগারদের লক্ষ্য ৩২১ রান
স্পোর্টস ডেস্ক
দৈনিক জাগরণ
প্রকাশিত : ১০:৫২ এএম, ৫ নভেম্বর ২০১৮ সোমবার
সিলেট টেস্টের তৃতীয় দিনের চা বিরতির পর দ্রুতই শেষ ৪ উইকেট হারিয়ে ১৮১ রানে করে অলআউট হয়ে গেছে জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে ১৩৯ রানের লিড থাকায় বাংলাদেশ জয়ের জন্য ৩২১ রানের লক্ষ্যে ব্যাট করতে নামবে।
জিম্বাবুয়ে ৬ উইকেটে ১৬৫ রান নিয়ে চা বিরতির পর ব্যাট করতে নেমে মাত্র ১৬ রান যোগ করেই শেষ ৪ উইকেট হারায়। ওয়েলিংটন মাসাকাদজাকে লেগ বিফোরের ফাঁদে ফেলে ফেলেন মিরাজ। তার খানিক পর অপুর বলে চাকাভা কভারে দাঁড়িয়ে থাকা রিয়াদের হাতে ধরা পড়েন।
এরপর মাভুতা আউট হন অপুর বলে আরিফুলের হাতে ধরা পড়ে। শেষ ব্যাটসম্যান হিসেবে তাইজুলের বলে চাতারা লেগ বিফোরের ফাঁদে পড়লে জিম্বাবুয়ের ইনিংস শেষ হয়।
এর আগে সোমবার (৫ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচের তৃতীয় দিন দলীয় ১৯ রানের মাথায় মিরাজের বল ডিফেন্স করতে গিয়ে বল তার ব্যাট ফাঁকি দিয়ে টার্ন নিয়ে অফ স্টাম্পে আঘাত হানে।
এরপর দলীয় ৪৭ রানের মাথায় তাইজুলের বল ২৪ রান করা টেলর মারতে গিয়ে লং অনে তার ক্যাচ অনেকখানি দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ে ধরেন ইমরুল কায়েস।
টেলরের বিদায়ের পর মাসাকাদজা এবং উইলিয়ামস রানের চাকা সচল রেখে তৃতীয় উইকেটে ৪৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে শক্ত অবস্থানে রেখেই লাঞ্চে যান।
লাঞ্চের পর প্রথম আঘাতটা হেনেছিলেন মিরাজ। তার করা অ্যারাউন্ড দ্যা উইকেটে করা বল মাসাকাদজা রিভার্স সুইপ করতে গেলে বল তার প্যাডে আঘাত হাতে। ফিল্ডারদের লেগ বিফোরের আবেদনে সাড়া দেন আম্পায়ার, তাতে ১০৪ বলে ৭ চারের মারে ৪৮ রান করা জিম্বাবুইয়ান অধিনায়ক বিদায় নেন।
খানিক পরেই ২০ রান করা উইলিয়ামস রিভার্স সুইপ করতে গিয়ে তাইজুলের বলে বোল্ড হন। ঠিক পরের বলেই তাইজুলের বলে পিটার মুর শর্টে দাঁড়িয়ে থাকা লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফিরলে তাইজুলের হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি হয়।
তাইজুলের পরের ওভারের করা প্রথম বলটি সিকান্দার রাজা ঠেকিয়ে দিয়ে তাইজুলকে হ্যাটট্রিক বঞ্চিত করেন। যদিও তাইজুল পরের বলেই রাজার মিডল স্টাম্প উপড়ে ফেলে দেন এবং টেস্টে ক্যারিয়ারে প্রথমবারের মতো ম্যাচে ১০ উইকেট লাভ করেন।
তাতে করে ২ উইকেটে ১০১ থেকে জিম্বাবুয়ের স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ১৩০। তবে সপ্তম উইকেটে ওয়েলিংটন মাসাকাদজা এবং চাকাভা অবিচ্ছিন্ন ৩৫ রানের জুটি গড়ে চা বিরতিতে যান ওয়েলিংটন মাসাকাদজা এবং চাকাভা। চা বিরতির পরই নামে জিম্বাবুয়ের চূড়ান্ত ধস।
উল্লেখ্য, জিম্বাবুয়ের প্রথম ইনিংসে ২৮২ রানের জবাবে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে মাত্র ১৪৩ রানে অলআউট হয়ে যায়।