সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

গান্ধীর হত্যাকারী নিয়ে বিজেপির দ্বিচারিতা বিরুদ্ধে ক্ষোভ

দিশা খানম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:০৯ পিএম, ৩০ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার

গান্ধী হত্যার বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ পালন করলো সি পি এম।বৃ সি পি এমের মেটেলি এরিয়া কমিটির তরফে চালসার সেন্ট্রাল ব্যাংকের সামনে ওই বিক্ষোভ কর্মসূচি করা হয়।এদিনের বিক্ষোভ কর্মসূচিতে বি জে পির বিরুদ্ধে সরব হন বক্তারা।নেতারা অভিযোগ করেন,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একদিকে যেমন নাথুরাম গডসের প্রতিকৃতিতে মালা দেন তেমনি অন্যদিকে মহাত্মা গান্ধীর মুর্তিতেও মালা দেন।গান্ধীজির হত্যাকারী দের সমর্থন করেন তিনি।বি জে পির ধর্মীয় রাজনীতির বিরুদ্ধেও বক্তব্য রাখেন তারা।ধর্মের নামে বি জে পি দেশে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে বলে এদিন সি পি এম নেতারা অভিযোগ করেন।সি এ এ ও এন আর সির বিরূদ্ধেও সরব হন নেতারা।উপস্থিত ছিলেন সি পি এমের মেটেলি এরিয়া কমিটির আহবায়ক সফিরুদ্দিন আহমেদ,শঙ্কর বিশ্বাস,গোপাল সাউ,জগদীশ রাজভার,মোস্তাফিজুর রহমান প্রমুখ নেতৃত্ব।এদিনের এই বিক্ষোভ সমাবেশে মেটেলি ব্লকের বিভিন্ন এলাকার সি পি এম নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।