শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দেবীর মূর্তী বেচিকিনি, বাজারে বসিছে পশরা

সাজ্জাদ হোসেন আহমেদ, কোচবিহার

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০১:৫৪ এএম, ২৯ জানুয়ারি ২০২০ বুধবার

আসছে কাল শ্রীপঞ্চমী। বিদ্যাদেবী শ্রী শ্রী স্বরস্বতী দেবীর পূজা। চলেছে মন্ডপ সাজানোর প্রস্তুতি। কয়েকদিন ধরে চোখে পড়ে কচিকাচা ছেলেছোকড়াদের হাতে চাঁদা তোলার চেক আর ছোটাছুটি। শ্যাষ পর্বে মূর্তী কেনার পালা। 
মৃৎশিল্পীরাও নানা ঢঙের মূর্তী নিয়ে বাজারে বসিয়েছে পশরা । আরাধ্যা দেবীর মূর্তী কিনতে হাজির ছাত্রছাত্রী, ক্লাবের সদস্য, স্কুল কমিটি এবং বাড়ীর মানুষজনও। দামাদামীর চাইতে প্রতিমা পছন্দ বড় কথা। একেসাথে বেচাকিনা চলেছে ফলের দোকান এবং দশকর্মা ভান্ডারেরও।