শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বীরভূমের গাইসাড়া শরীফে ফয়জানে বোখারী কনফারেন্স এর প্রস্তুতি সভা

সেখ রিয়াজ উদ্দিন, বীরভূম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০১:৪৯ এএম, ২৯ জানুয়ারি ২০২০ বুধবার

গত বছরের ন্যায় এবারও আগামী ১৫ ফেব্রুয়ারি গাইসাড়া শরীফে অনুষ্ঠিত হবে ফয়জানে বোখারী কনফারেন্স, সেই উপলক্ষে আজ ২৮ শে জানুয়ারী বীরভূমের রাজনগর ব্লকের গাইসাড়া খানকাহ শরীফে অনুষ্ঠিত হয় প্রস্তুতি সভা। বীরভূম, বর্ধমান, বাঁকুড়া, ঝাড়খন্ড রাজ্যের ও বিভিন্ন প্রান্ত থেকে প্রায় দুই হাজার ভক্ত অনুরাগীদের নিয়ে আলোচনা সভা করেন। আলোচনার মধ্যমনি হিসেবে উপস্থিত ছিলেন পীরে তরিকত আল্লামা হজরত সৈয়দ নুরুল হোসেন বোখারী, উনার পৌত্র সৈয়দ আহমেদ হোসেন বোখারী। উল্লেখ্য উপস্থিত বহু আলেম উলামাদের সম্মুখে ছোট্ট শিশু সৈয়দ আহমেদ হোসেন বোখারী ওরফে সাদবাবার মুখে নাতে রশুল, উপস্থিত সকলকে মুগ্ধ করে। দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে জলসা উপলক্ষে আগত অতিথিদের থাকা, খাওয়ার ব্যবস্থাপনা ও পরিচালনার জন্য মূলত আজকের প্রস্তুতি সভা। বাংলাদেশ, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, সাউথ আফ্রিকা সহ বিভিন্ন দেশ ও বিভিন্ন রাজ্যের সুবিখ্যাত বক্তাগণ উপস্থিত থাকবেন বলে এক সাক্ষাৎকারে জানান ফয়জানে বোখারী কনফারেন্স এর কর্নধার হজরত আল্লামা মৌলানা সৈয়দ মহম্মদ সাইফুল হোসেন বোখারী।