রোববার   ১৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২ ১৪৩১   ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আধার কার্ড সংশোধনের লাইনে হুড়োহুড়ি ধস্তাধস্তি মালদা

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:৫২ পিএম, ২৮ জানুয়ারি ২০২০ মঙ্গলবার

আধার কার্ড সংশোধনের লাইনে হুড়োহুড়ি ধস্তাধস্তি মালদা প্রধান ডাকঘরে।

আঁধার কার্ড সংশোধন করতে রাত থেকে লাইনে দাঁড়ানো নিয়ে হুড়োহুড়ি ধস্তাধস্তি খোদ মালদা শহরে প্রধান ডাকঘর ফোয়ারা মোড়ে।ছোট একটি গেট দিয়ে গরু ছাগলের মতো করে ঢোকানো হচ্ছে আবেদনকারীদের।
একটি মাত্র কাউন্টারে করে নাম নথিভুক্ত করা হচ্ছে।
অসুস্থ হয়ে পড়ছে অনেকেই।
একটি মাত্র কম্পিউটারে চলছে হাজার হাজার মানুষের নাম নথিভুক্ত করার কাজ।
 গেট দিয়ে ঢুকতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন অনেকে।
ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে পুলিশ।বারবার মাইকিং করা সত্ত্বেও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না পুলিশ।
এই নিয়ে পোস্ট অফিস আধিকারিক ও পুলিশের মধ্যে বাকবিতণ্ডা বাধে।
পুলিশ মাইকে ঘোষনা করে, লাইনে দাঁড়িয়ে থাকা মানুষেরা রাত্রি বারোটা পর্যন্ত নাম নথিভুক্ত করতে পারবে।