ভালোবাসার মেলবন্ধনে গড়ে উঠুক নতুন বিশ্ব শীর্ষক আলোচনায় অধ্যাপক
হক নাসরিন বানু
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১০:৫৪ পিএম, ২৭ জানুয়ারি ২০২০ সোমবার
ভালোবাসার মেলবন্ধনে গড়ে উঠুক নতুন বিশ্ব শীর্ষক আলোচনায় অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র ও বিকাশ রায়।
মালদা জেলা বই মেলায় আলোচনা সভায় বক্তব্য দিতে আসেন বিশিষ্ট অধ্যাপক তৃণমূল নেতা ওম প্রকাশ মিশ্র। এদিনের আলোচনার বিষয়বস্তু ছিল "ভালোবাসার মেলবন্ধনে গড়ে উঠুক নতুন বিশ্ব " বর্তমান সমসাময়িক সম্প্রদায়িক পরিস্থিতিতে এই বিষয়ের উপরে বক্তব্য রাখেন অধ্যাপক ওম প্রকাশ মিশ্র ছাড়াও অধ্যাপক বিকাশ রায় এবং অধ্যাপক মনোজ ভোজ । গোটা অনুষ্ঠানটি আলোচনা করেন অধ্যাপিকা দীপান্বিতা শর্মা ।বর্তমান পরিস্থিতিতে সাম্প্রদায়িক শক্তি এই দেশ ক্রমশ ক্রমশ বিভাজনের রাস্তা চওড়া করছে। সমসাময়িক পরিস্থিতিতে এই আলোচনাকে ঘিরে বই মেলায় জনসমাগম লক্ষ্য করা গেছে ।অধ্যাপক বিকাশ মিশ্র তাদের বক্তব্য চুলচেরা বিশ্লেষণ করে এদেশের মানুষ বহুত্ববাদ ও ধর্মনিরপেক্ষতা বিশ্বাসী ।সেই বিষয়টি তুলে ধরেন অবশেষে একান্ত সাক্ষাৎকারে বিশিষ্ট অধ্যাপক ওম প্রকাশ মিশ্র সংবাদিক দের জানিয়েছেন তিনি মালদা জেলা বই মেলায় এসে আপ্লুত। এই বই মেলায় পারে আমাদের বন্ধন সুদৃঢ় ও করতে ।এইজন্যই রাজ্য সরকার জেলা মেলা ছাড়াও কালিয়াচকের মত প্রত্যন্ত এলাকাতেও এই বছর বইমেলা করার সিদ্ধান্ত নিয়েছে।