কারবালা কবরস্থানে চিরনিদ্রায় শায়িত বিএনপির প্রবীণ নেতা তরিকুল
জাগরণ প্রতিবেদক
দৈনিক জাগরণ
প্রকাশিত : ১০:৩৯ এএম, ৫ নভেম্বর ২০১৮ সোমবার
রাজধানীয় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে তরিকুল ইসলামের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়
বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক মন্ত্রী বর্ষীয়ান রাজনীতিক জননেতা তরিকুল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে। যশোর ঈদগাহ ময়দানে ৪র্থ দফা জানাযা শেষে যশোর কারবালা কবরস্থানে প্রবীণ এই রাজনীতিবিদকে দাফন করা হয়।
তরিকুল ইসলামের মৃত্যুতে সকাল থেকে কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে বিএনপি কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সেই সঙ্গে তোলা হয় শোকের কালো পতাকা।
নয়া পল্টনে জানাজা শেষে বেলা সোয়া ১১টার দিকে সাবেক এই সংসদ সদস্যের কফিন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নিয়ে যাওয়া হলে সেখানে আরেক দফা জানাজা হয়।
হেলিকপ্টারে করে মরহুমের মরদেহ সোমবার দুপুর সোয়া ২টায় যশোর বিমানবন্দরে পৌঁছায়। সেখান থেকে বিশাল মোটর শোভাযাত্রাসহ মরহুমের মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি যশোর শহরের ঘোপ নোয়াপাড়া রোডের বাসভবনে পৌঁছে বেলা ২টা ৪০ মিনিটে। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে মরহুম তরিকুলের মরদেহ গ্রহণ করেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান এবং বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এসময় যশোর জেলা বিএনপি সভাপতি শামসুল হুদা, সাধারণ সম্পাদক সৈয়দ সাবিরুল হক সাবু, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদারসহ জাতীয় ও স্থানীয় নেতা এবং দল-মত ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
পরে মরদেহ নেয়া হয় যশোর জেলা বিএনপি কার্যালয়ে। সেখানে কিছু সময় রাখার পর তাকে নেয়া হয় যশোর ঈদগাহ মাঠে। আসরের নামাজ শেষে বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হয় মরহুমের ৪র্থ দফা জানাযা।
জানাযার আগে বিএনপি চেয়ারপারসনের পক্ষে মরহুমের কফিনে দলীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করেন এবং পুষ্পস্তবক অর্পণ করে বর্ষীয়ান এই রাজনীতিকের প্রতি দলের পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জানান দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এসময় মরহুমের বড় ছেলে শান্তনু ইসলাম সুমিত, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, জয়ন্ত কুমার কুন্ডু, জেলা বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি শামসুল হুদা, সাধারণ সম্পাদক সৈয়দ সাবিরুল হক সাবু প্রমুখ।
এছাড়াও স্থানীয় সংসদ সদস্য, আওয়ামী লীগ, জামায়াত, জাতীয় পার্টি, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা দেশের প্রবীণ এই রাজনৈতিক নেতার জানাযায় শরিক হন।
প্রায় তিন লক্ষাধিক লোকের উপস্থিতিতে যশোর ঈদগাহ মাঠের এই জানাযায় ঈমামতি করেন মুফতি মাওলানা আমান উল্লাহ কাসেমী।
জানাযা শেষে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। পরে যশোর কারবালা কবরস্থানে তাকে দাফন করা হয় বলে জানান বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।