রোববার   ১৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২ ১৪৩১   ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নিখিল ভারত কৃষক সভার ডাকে আজ রাতাবাড়িতে অনুষ্ঠিত হয় গণ অভিবর্তন

অসম প্রতিনিধি

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:৪৯ এএম, ২৬ জানুয়ারি ২০২০ রোববার

নিখির ভারত কৃষক সভার ডাকে, অসম রাজ্যিক সিপিআই এর সদস্য কমঃ শ্রীনিবাস করের নেতৃত্বে আজ বেলা ১২টায় সুগারমিল তিমুখাস্থিত রাতাবাড়ি জুনিয়র কলেজে রাতাবাড়ি কৃষকসভা সদস্যদের এক গণ অভিবর্তন অনুষ্ঠিত হয়৷ রাতাবাড়ি সমষ্টির প্রত্যন্ত এলাকা সমুহ থেকে দলে দলে লোক জন এসে অভিবর্তনে অংশ নেয়৷ সভাপতি মণ্ডলীকে ছিলেন যথাক্রমে কমঃ শ্রীনিবাস কর, কমঃ চন্দন চক্রবর্তী, কমঃ যুবরাজ সিংহ, খলিলুর রহমান এবং জলাল উদ্দিন৷সভায় কৃষকদের বিভিন্ন দাবি নিয়ে এক আলোচনা সভা অনুষ্টিত৷
  সভায় উদ্ভোদনী বক্তব্য রাখেন অসম রাজ্যিক সিপিআই এর পক্ষে কমঃ শ্রীনিবাস কর৷ সম্পাদকীয় প্রতিবেদন উত্থাপন করেন কমঃ শ্রী রাগেন্দ্র চন্দ্র দাস৷ প্রতিবেদনের উপর আলোচনায় ১০ জন প্রতিনিধি অংশ গ্রহন করেন৷ কমঃ চন্দন চক্রবর্তীকে সভাপতি ও কমঃ শ্রীনিবাস কর কে সাধারন সম্পাদক মনোনীত করে ২৫জনের জিলা কমিটি নির্বাচন করা হয়৷
   আজকের অভিবর্তনে উত্থাপিত প্রস্তাব সমুহের মধ্যে ১)দখলদার কৃষকদের জমির পাট্টা প্রদান, ২)অসম সরকারের ভূমি প্রত্যাহার, ৩)কৃষকদের উচ্ছেদ করার চক্রান্ত বন্ধ করা, ৪) দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করা, ৫)করিমগঞ্জ-দূল্লভছড়া  ট্রেন নিয়মিত করে প্রতিদিন চালানো নিশ্চিত করা, ৬)কৃষকের উৎপাদিত ফসলের লাভজনক মূল্য বৃদ্ধি করা এবং ৭) ষাটের উর্দ্ধে  বয়স্ক কৃৃষকদের  ১০হাজার টাকা করে মাসিক ভাতা প্রদান করা৷ ইত্যাদি মোট ৭টি প্রস্তাব গৃহীত হয়৷