সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বীরভূমের রাজনগরে আদিবাসী মহিলা ফুটবল প্রতিযোগিতা

খান আরশাদ, বীরভূম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৪:০৫ পিএম, ২৫ জানুয়ারি ২০২০ শনিবার

বীরভূমের সীমান্তবর্তী অঞ্চল রাজনগরে আয়োজন হয়েছিল তিন দিনের আদিবাসী মেলা। যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর এর উদ্যোগে আয়োজিত এই আদিবাসী মেলায় আয়োজন করা হয়েছিল বিভিন্ন ধরনের আদিবাসী নৃত্য ও মহিলা ফুটবল প্রতিযোগিতার। রাজনগর পাওয়ার হাউস সংলগ্ন মাঠে এই আদিবাসী মহিলা ফুটবল প্রতিযোগিতা আয়োজিত হল। রাজনগর এলাকার মোট ৬ টি দল  প্রতিযোগিতায় অংশ নেয়। খেলা শুরুর আগে খেলোয়াড়দের সাথে পরিচিতিপর্ব সারেন রাজনগর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি জীবন আচার্য্য, কর্মাধক্ষ্য পরিমল সাহা, বলদেব বাস্কী, উপপ্রধান বামাপদ ঘোষ। চূড়ান্ত পর্বের খেলায় মুখোমুখি হয় শ্রীজা ইন্ডিয়া  ও সিরিশ ডাঙ্গা মহিলা ফুটবল টিম। ১ - ০ গোলে জয়ী হয় সিরিশ ডাঙ্গা। খেলাটি পরিচালনা করেন কাজী দোয়েল ও শেখ সরিদ। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে নগদ অর্থ তুলে দেওয়া হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে।