মালদা শহরের রথবাড়ি আন্ডারপাসের কাজের শুভসূচনা।
হক নাসরিন বানু
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৫:০৯ পিএম, ২৩ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার
![মালদা শহরের রথবাড়ি আন্ডারপাসের কাজের শুভসূচনা মালদা শহরের রথবাড়ি আন্ডারপাসের কাজের শুভসূচনা](https://puspaprovat.com/media/imgAll/2020January/Malda-rail-Underpass-2001231109.jpg)
মালদা শহরের রথবাড়ি আন্ডারপাসের কাজের শুভসূচনা
বৃহস্পতিবার সকালে মালদা শহরের প্রাণকেন্দ্র রথবাড়ি এলাকায় আন্ডারপাসের কাজের শুভসূচনা করলো রেল দপ্তর।অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হল রথবাড়ী রেলগেট।বৃহস্পতিবার সকাল থেকে রেলের অফিসারদের উপস্থিতিতে বন্ধ করা হয় রেলগেট।এলাকার লোকের দীর্ঘদিনের দাবি ছিল আন্ডারপাসের। বৃহস্পতিবার সেই কাজের সূচনা হয়। উপস্থিত ছিলেন দফতরের আধিকারিক ও আরপিএফ অফিসারেরা।
মালদা রেল স্টেশন ম্যানেজার দিলীপ চৌহান বলেন, ২৩ জানুয়ারি থেকে রথবাড়ি রেলগেট বন্ধ থাকবে অনির্দিষ্টকালের জন্য। সমস্ত যানবাহন এমনকি মানুষের চলাফেরাও রথবাড়ী রেলগেট দিয়ে বন্ধ করা হয়েছে। যাতায়াতের জন্য বিকল্প রাস্তা হচ্ছে ফ্লাইওভার।
স্থানীয় কাউন্সিলর প্রসেনজিৎ ঘোষ জানান, দীর্ঘদিনের দাবির পর বৃহস্পতিবার থেকে শুরু হয় রথবাড়ি আন্ডারপাসের কাজ।