সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

দৈনিক জাগরণ

প্রকাশিত : ০৯:৪৫ এএম, ৫ নভেম্বর ২০১৮ সোমবার

ওয়েস্ট ইন্ডিজে শুরু হতে যাওয়া টি-২০ নারী বিশ্বকাপের আগে খেলা প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।

রবিবার (৪ নভেম্বর) গায়ানার প্রভিডেন্সে অনুষ্ঠিত ম্যাচে টসে হেরে আগে ব্যাট করতে নামা আয়ারল্যান্ড ৭ উইকেট হারিয়ে মাত্র ৮৪ রানের বেশি করতে পারেনি। জবাবে বাঘিনীরা ৩২ বল বাকি থাকতে ৪ উইকেট হারিয়ে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায়।

আগে ব্যাট করা আয়ারল্যান্ড বাঘিনীদের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি। দলীয় ৫ রানেই শিলিংটন ফিরে যান জাহানারা আলমের বলে রুমানা আহমেদের হাত্তে ক্যাচ দিয়ে। এরপর স্টকেলকে ফেরান রুমানা স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলে।

এর খানিক পরেই আইরিশ অধিনায়ক ডেলানিও স্টাম্পিংয়ের ফাঁদে পড়েন রুমানার বলে। তাদেরর দলীয় রান তখন ২৪। পরের ওভারেই একই রানের মাথায় লুইস ১৫ রান করে খাদিজাতুল কুবরার হাতে ধরা পড়েন ফাহিমা খাতুনের হাতে।

এরপর আমার হন্তারকের ভূমিকায় রুমানা। এবার তার বলে সেসেলিয়া জয়েস ধরা পড়েন পান্না ঘোষের হাতে। তাতে মাত্র ২৬ রানেই ৫ উইকেট হারায় আয়ারল্যান্ড।

দলীয় ৪১ রানে কাভানাক ব্যক্তিগত ১০ রান করে রান আউট হন ফাহিমার থ্রোতে। সপ্তম উইকেটে অবশ্য ৩৯ রান যোগ করে আরও অল্প রানে গুটিয়ে যাওয়া থেকে দলকে বাঁচিয়েছে গ্রাথ এবং রিচার্ডসনের জুটি। দলীয় ৮০ রানে এই জুটি ভাঙে আইরিশদের হয়ে সর্বাধিক ৩৫ রান করা গ্রাথ জাহানারার বলে বোল্ড হলে। পরে ৭ উইকেটে ৮৪ রান করেই তাদের থামতে হয়।

বাঘিনীদের পক্ষে রুমানা ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে নেন ৩ উইকেট। এছাড়া জাহানারা ৩ ওভারে মাত্র ১১ রান দিয়ে ২টি এবং খাদিজাতুল কুবরা ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে নেন একটি উইকেট।

জবাবে বাংলাদেশ উদ্বোধনী জুটিতে ৩৭ রান তোলার পর শারমিন রান আউট হয়ে যাঙ। সপ্তম ওভারে আয়েশা রহমান, নিগার সুলতানা এবং রুমানা আহমেদের উইকেট তুলে দেন গ্রাথ। তাতে ৩৮ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ।

তবে পঞ্চম উইকেট জুটিতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে অনায়াসেই জয় তুলে নেয় লাল-সবুজের দল। ফারজানা হক এবং সানজিদা ইসলাম ৪৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে বাঘিনীদের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।

বাংলাদেশের পক্ষে ৩ চার ও ১ ছক্কার মারে সর্বাধিক ২৫ রান করেন আয়েশা রহমান। এছাড়া, ফারজানা হক ২১ এবং সানজিদা ইসলাম ২০ রানে অপরাজিত থাকেন।

আইরিশদের পক্ষে ব্যাট হাতে ৩ চার ও ১ ছক্কার মারে ৩৫ রান করা গ্রাথ ২ ওভারে মাত্র ৪ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন।