সাউদাম্পটনকে গোল বন্যায় ভাসালো ম্যান সিটি
স্পোর্টস ডেস্ক
দৈনিক জাগরণ
প্রকাশিত : ১১:৫৮ পিএম, ৪ নভেম্বর ২০১৮ রোববার
প্রিমিয়ার লিগে বড় জয় পেলো ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে অতিথিদের গোল বন্যায় ভাসালো পেপ গার্দিওলার শিষ্যরা। রাহিম স্টার্লিংয়ের জোড়া গোলে সাউদাম্পটনকে ৬-১ এ উড়িয়ে দিয়ে এখন পয়েন্ট টেবিলের শীর্ষে সিটিজেনরা।
ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ম্যানচেষ্টার সিটি। ডিফেন্ডার ওয়েসলি হয়েডেটের আত্মঘাতী গোলে ৬ মিনিটেই লিড পায় স্বাগতিকরা। ১২ মিনিটে ম্যাচের স্কোর দ্বিগুণ করেন স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। এটি প্রিমিয়ার লিগে তার ১৫০তম গোল। এর ৬ মিনিট পর ডেভিড সিলভার গোলে মাত্র ১৮ মিনিটেই ৩ গোলে এগিয়ে যায় স্কাই-ব্লুজরা।
৩০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সাউদাম্পটনের হয়ে ব্যবধান কমান ড্যানি ইংস। তবে বাকি সময়টা ছিল পুরোটাই রাহিম স্টার্লিংময়। প্রথমার্ধের অতিরিক্ত সময় ও ৬৭ মিনিটে গোল করে ব্যবধান ৫-১ নিয়ে যান এই উইঙ্গার। আর ম্যাচের শেষে ইনজুরি সময়ে সাউদাম্পটনের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন লেরয় সানে।
এ জয়ে ১১ ম্যাচ শেষে ৯ জয়, ২ ড্রয়ে ২৯ পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট টেবিলের শীর্ষ অবস্থানে আছে বর্তমান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।