শনিবার   ১৮ জানুয়ারি ২০২৫   মাঘ ৫ ১৪৩১   ১৮ রজব ১৪৪৬

পয়লা ফেব্রুয়ারি থেকে পুরাতন মালদা এবং ইংরেজবাজার পৌরসভ এলাকায়

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৬:৩৭ পিএম, ২০ জানুয়ারি ২০২০ সোমবার

পয়লা ফেব্রুয়ারি থেকে পুরাতন মালদা এবং ইংরেজবাজার পৌরসভ এলাকায় ই রিক্সা চালু।

পয়লা ফেব্রুয়ারি থেকে পুরাতন মালদা এবং ইংরেজবাজার পৌরসভা এলাকায় বৈধ ই-রিকশায় চলাচল করতে পারবে। এই মর্মে দুই পুরসভা এলাকায় মাইকিং করে টোটো চালক দের সচেতন করা হচ্ছে। তার পাশাপাশি দুই পুরসভা এলাকায় অবৈধ টোটো এবং পুরনো টোটো ভেঙে দেওয়ার কাজ শুরু করলো মালদা জেলা প্রশাসন। সোমবার সকালে প্রশাসনিক ভবনের সামনে  পুল গ্যারেজে পুরনো টোটো জিসিবি দিয়ে ভাঙ্গার কাজ শুরু হয়। জেলা পরিবহণ দফতরের আধিকারিকদের উপস্থিতিতে চলে টোটো ভাঙ্গার কাজ। 
জানা যায় এই দিন প্রায় ৫০ টি টোটো ভাঙ্গা হয়। ক্ষতিপূরণ বাবদ টোটো চালকেরা পাবে ২০ হাজার টাকা।  এই বিষয়ে এক টোটো চালক জানান আরটিও দপ্তর থেকে তাদের জানানো হয়েছে আগামী মাসের ১ তারিখ থেকে পুরোনো টোটো শহরে চলতে পারবে না। তাই তাদের কথা মতো পুরনো টোটো ভাঙার জন্য নিয়ে এসেছেন। এখান থেকে তাদের একটি স্লিপ দেওয়া হচ্ছে। এই স্লিপ দেখিয়ে তারা নতুন টোটো কিনবেন অর্থের বিনিময়ে।