রোববার   ১৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২ ১৪৩১   ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নাগরিকত্ব সংশোধনী সমর্থন করলেই মিলবে টাকা

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৬:২৭ পিএম, ২০ জানুয়ারি ২০২০ সোমবার

নাগরিকত্ব সংশোধনী সমর্থন করলেই মিলবে টাকা, মুসলিম অধ্যুষিত এলাকায় অপপ্রচারে বিজেপি।

কেন্দ্রের নাগরিকত্ব  সংশোধনী বিল সমর্থন করে মুসলিম সমাজ। এরই প্রচারে মুসলিম মহিলাদের হাতে নাগরিক সংশোধনী আইনের পোষ্টার প্লাকার্ড ধরিয়ে অপপ্রচার চালাচ্ছিল কিছু বিজেপি সমর্থিত যুবক-যুবতী। রবিবার এমনটাই অভিযোগ উঠল মালদা হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লকের সুলতান নগর জিপির সাইরা গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, চার নাগরিকত্ব সংশোধনী সমর্থক হল ললিতা দাস (২২),কৃষ্ণা পাশওয়ান (১৮),শ্রীরাম পাশওয়ান (২৪),কানাহাইয়া পাশওয়ান (২৩)। এদেরও বাড়ি একই গ্রামে। গ্রামবাসীরা জানান, রবিবার তুলসিহাটার সাপ্তাহিক হাটে গ্রামের পুরুষেরা হাট করতে চলে গেলে মহিলাদের একাই পেয়ে মুসলিম অধ্যুষিত এলাকায় বাড়ি বাড়ি  গিয়ে সি.এ.এ নিয়ে অপপ্রচার চালাতে থাকে বলে অভিযোগ। হাতে পোস্টার ধরিয়ে ছবিও তোলেন বলে অভিযোগ। নাগরিকত্ব  সংশোধনী আইনকে তারা সমর্থন করলে তাদেরকে কেন্দ্র থেকে কিছু মোটা অংকের টাকা দিবে বলে তারা অপপ্রচার করে মহিলাদের কাছ থেকে সইও করিয়ে নেন বলে জানান মহিলারা। এনিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরেছে। এলাকার স্থানীয় যুবকরা তাদের অপপ্রচারে বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে ধুন্ধুমার পরিস্থিতি  শুরু হয় বলে খবর। গ্রামের প্রাক্তন পঞ্চায়েত মেম্বার  নুরুল আলি তাদের কাছ থেকে ঘটনাটি জানতে চাইলে কৃষ্ণা পাশওয়ান নামে এক যুবক ধস্তাধস্তি হয় বলে সূত্রের খবর। উত্তেজনাপূর্ণ ঘটনাস্থলে পৌঁছায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ বাহিনী। পুলিশের উপস্থিতিতে ঘটনাটি নিয়ন্ত্রণে আসলেও এলাকায় আতঙ্কের ভীত সৃষ্টি হয়েছে। ঘটনাটির বিস্তারিত জানার জন্য হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ দুই পক্ষকে থানায় উপস্থিত হতে বলেন। ঘটনার তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।