১ম টি-২০`তে ৫ উইকেটের জয় ভারতের
স্পোর্টস ডেস্ক
দৈনিক জাগরণ
প্রকাশিত : ১০:৫৫ পিএম, ৪ নভেম্বর ২০১৮ রোববার
প্রথম টি-২০'তে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারালো স্বাগতিক ভারত। ইডেন গার্ডেনে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ১০৯ রানে অলআউট করেও সহজে জয়ের বন্দরে পৌঁছোতে পারেনি তারা। লো-স্কোরিং ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ বোলাররা শেষ পর্যন্ত বেঁধে রেখেছিল স্বাগতিক ব্যাটসম্যানদের। তবে দীনেশ কার্ত্তিকের দায়িত্বশীল ব্যাটিং ও শেষে ক্রুনাল পান্ডের ঝড়ো ব্যাটিংয়ে ৫ উইকেটের জয় নিয়েই মাঠ ছাড়ে রোহিত শর্মার দল।
টসে জিতে শুরুতেই ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠায় স্বাগতিক অধিনায়ক রোহিত শর্মা। আর শুরু থেকেই বেশ খাপছাড়া উইন্ডিজদের টপ অর্ডাররা। নিয়মিত বিরতিতে হারাতে থাকে উইকেট। বলার মতো কোনো ব্যাটসম্যানই তেমন কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি ভারতীয় বোলিং লাইন-আপের সামনে। উইন্ডিজদের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন অলরাউন্ডার ফ্যাবিয়ান অ্যালেন। অন্যদিকে কুলদীপ যাদব উইন্ডিজদের তিনটি উইকেট তুলে নেন মাত্র ১৩ রান খরচায়। তবে শেষ দিকে কেমো পলের ১৫ রানের সুবাদে ভারতের সামনে ১১০ রানের লক্ষ্য দাড় করাতে পারে সফরকারীরা।
আর এই মামুলি লক্ষ্য তাড়া করতে নেমেই খেই হারিয়ে ফেলে ভারতীয় টপ-অর্ডাররা। প্রথম ওভারেই মাত্র ৬ রান করে সাজঘরে ফিরে যান দলীয় অধিনায়ক রোহিত শর্মা। ব্যর্থ ধাওয়ান, লোকেশ রাহুল আর রিশাব প্যান্টরাও। ৪৫ রানের মধ্যে ৪ উইকেট তুলে নিয়ে তখন জয়ের স্বপ্ন দেখা শুরু করে দিয়েছিল ক্যারিবিওরা। তবে সে আশার গুঁড়ে বালি। মনিশ পান্ডেকে নিয়ে ৩৮ রানের জুটি গড়েন দীনেশ কার্ত্তিক। আর তখনই ম্যাচ থেকে ছিটকে পড়ে কার্লোস ব্রেথওয়েটের দল। তবে মনিশ পান্ডে (১৯) ফিরে গেলেও, অভিষিক্ত ক্রুনাল পান্ডেকে নিয়ে জয় নিয়েই মাঠ ছাড়ে অভিজ্ঞ কার্ত্তিক।
ম্যাচ সেরার খেতাব পেয়েছেন ১৩ রান দিয়ে ৩ উইকেট নেওয়া কুলদীপ যাদব।
সংক্ষিপ্ত স্কোরঃ
ওয়েস্ট ইন্ডিজ : ১০৯/৮ (২০ ওভার); (অ্যালেন ২৭, পল ১৫, পোলার্ড ১৪; কুলদীপ ৪-০-১৩-৩, ক্রুনাল পান্ডে ৪-০-১৫-১, খলিল ৪-১-১৬-১)
ভারত : ১১০/ ৫ (১৭.৫ ওভার); (কার্ত্তিক ৩১, ক্রুনাল ২১, মনিশ ১৯; ব্রেথওয়েট ৪-১-১১-২, থমাস ৪-০-২১-২, পিয়েরে ৪-০-১৬-০)