কাঠমিস্ত্রি ও তার পরিবারকে প্রাণে মারার অভিযোগ চার ব্যক্তি
হক নাসরিন বানু
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১১:৩৯ পিএম, ১৮ জানুয়ারি ২০২০ শনিবার
কাঠমিস্ত্রি ও তার পরিবারকে প্রাণে মারার চেষ্টার অভিযোগ চার ব্যক্তির বিরুদ্ধে।
পাওনা টাকার জন্য কাঠমিস্ত্রি এবং তার পরিবারকে প্রাণে মারার চেষ্টার অভিযোগ উঠল চার ব্যক্তির বিরুদ্ধে। শুধু তাই নয়, আগ্নেয়াস্ত্র এবং ধারালো অস্ত্র নিয়ে বাড়ি ভাঙচুর এবং ওই কাঠমিস্ত্রির স্ত্রী তথা সদ্য মা হওয়া ওই গৃহবধূর পেটে লাথি এবং শ্লীলতাহানি করার অভিযোগও উঠেছে। ঘটনাটি ঘটেছে মালদা ইংরেজবাজার থানার কাজি গ্রামপঞ্চায়েতের লক্ষ্মীপুর এলাকায়।
অভিযুক্ত ওই চার জনের বিরুদ্ধে মালদা ইংরেজবাজার থানার একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে আক্রান্ত কাঠমিস্ত্রির পরিবারের পক্ষ থেকে। ঘটনার তদন্ত শুরু করেছে মালদা ইংরেজবাজার থানার পুলিশ।জানা গেছে ওই কাঠমিস্ত্রির নাম বদিরুদ্দিন শেখ। বাড়ি ওই এলাকাতেই। আভিযোগ ব্যবসা সূত্রে স্থানীয় বাসিন্দা জামিরুদ্দিন শেখের কাছ থেকে ৯৯ হাজার টাকা নিয়েছিলেন বদিরুদ্দিন শেখ। সম্প্রতি সেই টাকার ৭৫ হাজার টাকা পরিশোধও করে দেন তিনি। বাকি ছিল মাত্র২৪ হাজার টাকা। অভিযোগ এই ২৪ হাজার টাকার জন্য বৃহস্পতিবার রাতে জামিরুদ্দিন সেখের নেতৃত্বে অলিম শেখ, বাললু শেখ এবং সাবির সেখ আগ্নেয়াস্ত্র এবং ধারালো হাঁসুয়া নিয়ে বদিরুদ্দিন সেখের বাড়িতে চড়াও হয়। ভাঙচুর করা হয় বাড়ি ঘর, তার পাশাপাশি বদিরুদ্দিন শেখের স্ত্রী সদ্য মা হওয়া রেশমী বিবি এবং পরিবারের বাকি সদস্যদের মারধর করা হয়। ঘটনা সম্পর্কে বদিরুদ্দিন শেখ জানান, সেদিন রাত্রে তিনি বাড়িতে ছিলেন না। এই সুযোগে সমাজ বিরোধী বলে পরিচয় জামিরুদ্দিন সেখ সহ তার দলবল তার বাড়িতে চড়াও হয়ে তার স্ত্রী এবং পরিবারের সদস্যদের মারধর করে তার পাশাপাশি বাড়িতে ভাঙচুর চালায়। ঘটনার পর তারা ভীত এবং আতঙ্কিত। তিনি আরো অভিযোগ করেন তাকে প্রতিনিয়ত খুন করার হুমকি দেওয়া হচ্ছে। ভয়ে তিনি এবং তার পরিবার বাড়ি থেকে বের হতে পারছেন না।
এই ঘটনায় জামীরুদ্দিন শেখ, অলিম সেখ সহ মোট চার জনের নামে ইংরেজবাজার থানার একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।এই বিষয়ে সদ্য মা হওয়া রেশমি বিবি জানান, পনেরো দিন হলো তিনি সন্তান প্রসব করেছেন। ব্যবসা সূত্র গন্ডগোলের জেরে জামিরুদ্দিন শেখ সহ তার দলবল তাদের বাড়িতে চড়াও হয়ে তার পেটে লাথি এবং বাড়িতে ভাঙচুর করে বলে অভিযোগ করেন তিনি। ভয়েতে এখন তারা বাড়ি থেকে বের হতে পারছেন না।
অন্যদিকে ওই গৃহবধূর মা মনিয়ারা বেওয়া ঘটনার কথা বলতে গিয়ে কেঁদেই ফেললেন। তিনি জানান গতকাল রাত্রে হাঁসুয়া কোদাল আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের বাড়িতে চড়াও হয় জামিরুদ্দিন শেখ এবং তার দলবল। তারা এখন বাড়ি থেকে বের হতে পারছেন না। তারা আতঙ্কিত। পুলিশের কাছে এই বৃদ্ধা আর্জি জানিয়েছেন যাতে দোষীদের দ্রুত গ্রেপ্তার করা হয় এবং উপযুক্ত শাস্তি দেওয়া হয়।