রোববার   ১৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২ ১৪৩১   ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অভিযুক্তকে পুলিশ লকাপে পিটিয়ে মারার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:৫৯ পিএম, ১৭ জানুয়ারি ২০২০ শুক্রবার

অভিযুক্তকে পুলিশ লকাপে পিটিয়ে মারার অভিযোগ পুলিশের বিরুদ্ধে।

অভিযুক্তকে পুলিশ লকআপে বাঁশ দিয়ে পিটিয়ে মারার অভিযোগ উঠলো পুলিশের বিরুদ্ধে। ঘটনায় মৃত্যু হয়েছে অভিযুক্ত ব্যক্তির। মৃত ওই ব্যাক্তির নাম বাবলু শেখ। বাড়ি মালদা বৈষ্ণবনগর থানার জৈনপুর এলাকায়।গাঁজা কারবারের অভিযোগে অভিযুক্ত বাবলু শেখ বিরুদ্ধে গাঁজা চাষ ও গাঁজা পাচার করার মামলা রয়েছে। ঘটনাটি ঘটেছে মালদা জেলার বৈষ্ণবনগর থানায়। বৃহস্পতিবার রাত দুটোর সময় পুলিশ বাবলু শেখকে বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। পরিবারের অভিযোগ পুলিশ হেফাজতে বাবলুকে বেধড়ক মারধর করা হয়েছে যার কারনে বাবলু শেখের মৃত্যু হয়েছে। যদিও মারধোরের অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। পুলিশের দাবি হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। মারধরের অভিযোগ ভিত্তিহীন।
এদিন ঘটনার জেরে সকালে বৈষ্ণবনগর থানা এলাকায় ক্ষোভে ফেটে পড়েন মৃতের আত্মীয় গ্রামবাসীরা। মারধরের ঘটনায় অভিযুক্ত পুলিশ কর্মীদের শাস্তির দাবি করেছে তারা। মৃতদেহ ময়নাতদন্তের পাঠিয়েছে বৈষ্ণবনগর থানার পুলিশ।