রোববার   ১৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৩ ১৪৩১   ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

হেলমেট বিহীন বাইক চালকদের লাল গোলাপ ও চকলেট দেওয়া হলো

পুষ্পপ্রভাত ডেস্ক

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১১:১৭ পিএম, ১৬ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার

হেলমেট বিহীন বাইক চালকদের লাল গোলাপ ও চকলেট দেওয়া হলো

জাতীয় পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষ্যে হেলমেট বিহীন বাইক চালকদের লাল গোলাপ ও চকলেট দেওয়া হলো।স্কুল পড়ুয়াদের নিয়ে রেলিও করা হয়।আজ মেটেলি থানার পুলিশের তরফে চালসা গোলাই এ ওই অনুষ্ঠান করা হয়।এদিন প্রথমে চালসা গয়ানাথ বিদ্যাপীঠের পড়ুয়াদের নিয়ে পুলিশ একটি রেলি করে।এর পর চালসা গোলাই এ পড়ুয়াদের সাথে নিয়ে হেলমেট বিহীন বাইক চালক ও সিট বেল্ট না পড়া চালিকদের গোলাপ ফুল ও চিকলেট দিয়ে সচেতন করা হয়।সেভ ড্রাইভ, সেভ লাইফের বিষয়ে এদিন চাককদের লিফটলেফের মাধ্যমে সচেতনও করা হয়।রেলিতে পড়ুয়াদের হাতে ছিল সচেতনতা বিষয়ক নানান ব্যানারও।জানা যায়,১১-১৭ জানুয়ারি ৩১  তম জাতীয় পথনিরাপত্তা সপ্তাহ পালন করা হচ্ছে।সপ্তাহব্যাপী নানান অনুষ্ঠান করা হচ্ছে।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেটেলি থানার ওসি প্রবীর দত্ত, চালসার মাটিয়ালি বাতাবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েত প্রধান দীপক ভুজেল সহ পুলিশ, সিভিক পুলিশ ও শিক্ষক শিক্ষিকারা।