পশ্চিমবঙ্গে ক্রীড়া ও যুব কল্যান দপ্তরের উদ্যোগে দুই দিন ব্যাপী
পুষ্পপ্রভাত ডেস্ক
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১১:০৬ পিএম, ১৬ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার
পশ্চিমবঙ্গে ক্রীড়া ও যুব কল্যান দপ্তরের উদ্যোগে দুই দিন ব্যাপী যুব উৎসব
পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া ও যুব কল্যান দপ্তরের উদ্যোগে দুই দিন ব্যাপী যুব উৎসব শুরু হলো বৃহস্পতিবার।বিধাননগর গ্রাম পঞ্চায়েতের সনগাছি বি এফ পি স্কুল প্রাঙ্গনে ওই উৎসবটি অনুষ্ঠিত হচ্ছে।এদিন প্রদীপ প্রজ্জ্বলন করে উৎসবের সূচনা করেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন,বিধায়ক শুক্রা মুন্ডা,জেলা পরিষদ সদস্যা আশ্রিতা লাকরা মুন্ডা,মেটেলির বি ডি ও সুমা বড়াল,মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সভাপতি বিক্রম রুনডা,চালসার মাটিয়ালি বাতাবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েত প্রধান দীপক ভুজেল,প্রাক্তন বিধায়ক জোসেফ মুন্ডা প্রমুখ।এদিন প্রথমে অতিথীদের আদিবাসী রীতিতে বরণ করা হয়।মেটেলি ব্লক যুব আধিকারিক আব্দুল মান্নান মন্ডল বলেন,দুই দিন ব্যাপী এই উৎসবে বিভিন্ন বিভাগে নানান প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান হবে।শেষে বিজয়ীদের পুরুস্কার দেওয়া হবে।