শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রতিবন্ধীদের নিয়ে শিবির করল এসএসবি

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:৩৫ পিএম, ১৬ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার

ব্হস্পতিবার প্রতিবন্ধী দের মূল্যায়ন ও তাদের স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো। চালসা শালবনি সংঘ প্রাঙ্গনে ওই শিবিরকে কেন্দ্র করে দারুন সাড়া পড়ে।ইন্ডিয়ান অয়েল করপোরেশন লিমিটেডের উদ্যোগে ও মাল ৪৬ ব্যাটালিয়ন এস এস বি ও ভারতীয় কৃত্রিম অঙ্গ নির্মাণ নিগমের সহযোগিতায় এই শিবির অনুষ্ঠিত হয়।শিবিরে জলপাইগুড়ি জেলার ও পাহাড়ের বিভিন্ন এলাকার প্রতিবন্দী ব্যাক্তিদের এদিন মূল্যায়ন করা হয়।এস এস বির তরফে তাদের জন্য স্বাস্থ্য পরীক্ষা শিবিরও করা হয়।বিনামূল্যে ঔষধ দেওয়া হয়।জানা যায়,ইন্ডিয়ান অয়েল করপোরেশন লিমিটেডের সামাজিক কার্যকলাপের অন্তর্গত এই অনুষ্ঠান।এদিনের এই শিবিরে বিভিন্ন চা বাগান ও সীমান্তবর্তী এলাকার ছোট থেকে বড়ো প্রতিবন্দী রা উপস্থিত ছিল।এদিনের শিবিরে মুখ,বধির সহ নানান ধরনের প্রতিবন্দী দের মূল্যায়ন করা হয়।পরবর্তীতে তাদের প্ৰয়োজনীয় সামগ্রী দেওয়া হবে।উপস্থিত ছিলেন মাল ৪৬ ব্যাটালিয়ন এস এস বির কমান্ডেন্ট পরাগ সরকার,ইন্ডিয়ান অয়েল করপোরেশন লিমিটেডের সিনিয়র অপারেশন ম্যানেজার এইচ কে বাসুমতারি,চালসার মাটিয়ালি বাতাবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েত প্রধান দীপক ভুজেল সহ এস এস বি জওয়ানরা।।