মেটেলি রাষ্ট্রভাষা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০২:৫২ পিএম, ১৪ জানুয়ারি ২০২০ মঙ্গলবার
মেটেলি ব্লকের মেটেলি রাষ্ট্রভাষা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো আজ।স্কুলেই প্রতিযোগিতার ফাঁকে হয় সাংস্কৃতিক নৃত্যানুষ্ঠান।
এদিন মার্চ পার্সের মাধ্যমে খেলার উদ্বোধন হয়।বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক অজয় রায় ও লোক বাহাদুর রাই বলেন, পড়ুয়া অংশগ্রহণ করে।খেলার মাঝে পড়ুয়াদের নৃত্য দর্শকদের মন জয় করে নেয়। মেটেলি রাষ্ট্রভাষা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া এদিন মেটেলি উচ্চ বিদ্যালয় ময়দানে অনুষ্ঠিত হয়।এখানে প্রাক্তন বিধায়ক জোসেফ মুন্ডা জাতীয় পতাকা ও প্রধান শিক্ষক রমেশ সিং বিদ্যালয়ের পতাকা উত্তোলন করে প্রতিযোগিতার সূচনা করেন।বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি সৌমেন চক্রবর্তী সহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।এখানে ৬৪ টি ইভেন্টে প্রায় ১২ শত পড়ুয়ারা অংশগ্রহণ করেন।দুই বিদ্যালয়ের খেলা দেখতে বহু মানুষের ভিড় উপচে পরে।