মালদা জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে ৩১ তম পথ নিরাপত্তা সপ্তাহ
হক নাসরিন বানু
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১১:৫৫ পিএম, ১৩ জানুয়ারি ২০২০ সোমবার
মালদা জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে ৩১ তম পথ নিরাপত্তা সপ্তাহ উদযাপন।
, মালদা:মালদা জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে ৩১ তম পথ নিরাপত্তা সপ্তাহ উদযাপন করা হয় মালদা শহরের কেজে সান্যাল রোডে মালদা কলেজ সংলগ্ন রাজ্য সড়কে।
এই দিন পথ নিরাপত্তা সপ্তাহ উদযাপন যানবাহন স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে করা হয় চলবে আগামী ১৭ তারিখ পর্যন্ত। এই হয় দিনে মালদা জেলার ট্রাফিক পুলিশের তরফ থেকে সাধারণ মানুষকে সচেতন করার জন্য বিভিন্ন অনুষ্ঠানের পালন করা হবে যেমন। রাজ্যের মুখ্যমন্ত্রীর কর্মসূচি সেভ ড্রাইভ সেভ লাইফ সম্বন্ধেও সাধারণ মানুষকে সচেতন করার কাজ করা হবে। এই দিন পথ নিরাপত্তা সপ্তাহ উদযাপনের শেষে মালদা জেলা ট্রাফিক পুলিশ জয়দীপ ঝাঁ জানান গত ১১ জানুয়ারি থেকে১৭ জানুয়ারি পর্যন্ত মালদা জেলা ট্রাফিক পুলিশের তরফ থেকে ৩১ তম পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। রবিবার দ্বিতীয় দিন এই দ্বিতীয় দিনে যানবহন স্বাস্থ্য পরীক্ষার কর্মসূচি নেওয়া হয়েছে। আগামীকাল পথনাট্য মাধ্যমে সেভ ড্রাইভ সেভ লাইফ সম্বন্ধে সাধারণ মানুষকে সচেতনার করার কাজ করা হবে। এইভাবে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন কর্মসূচি।