রোববার   ১৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৩ ১৪৩১   ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

মালদা মডেল মাদ্রাসা (উঃ মঃ) শতবর্ষ উদযাপন

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:১৫ পিএম, ১১ জানুয়ারি ২০২০ শনিবার

মালদা মডেল মাদ্রাসা (উঃ মঃ) শতবর্ষ উদযাপন।

মালদা মডেল মাদ্রাসা (উঃ মঃ) শতবর্ষ উদযাপন করা হয় বর্ণাঢ্য মিছিলের মাধ্যমে। এই দিনের বর্ণাঢ্য মিছিলে অংশগ্রহণ করেন ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অভিভাবক অভিভাবিকা ও শিক্ষক শিক্ষিকা। এই বর্ণাঢ্য মিছিল মালদা মডেল মাদ্রাসা উচ্চ মাধ্যমিক থেকে শুরু হয় গোটা মালদা শহর পরিক্রমা করে মালদা মডেল মাদ্রাসা উচ্চমাধ্যমিক প্রাঙ্গণে শেষ হয়। এরপর মালদা মডেল মাদ্রাসা উচ্চমাধ্যমিক প্রাঙ্গনে ফিতা কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের মন্ত্রী (লেবার ডিপার্টমেন্ট) জনাব গোলাম রব্বানী, ওয়েস্টবেঙ্গল ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান এম ডি আব্দুল গনি, আলিয়া ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ডা: মোহাম্মদ আলী, ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এম ডি জাইনুর রহমান, উত্তর মালদার সংসদ খগেন মুর্মু, মালদা ইংরেজবাজারের বিধায়ক তথা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান নিহার রঞ্জন ঘোষ,মালদা ডিসটিক হেলথ এন্ড ওম্যান ওয়েলফেয়ার রিকুটমেন্ট কমিটির চেয়ারম্যান ডাঃ মোয়াজ্জেম হোসেন, পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী তথা এক্স ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, ডাবলু বি সি এস জেনারেল ম্যানেজার ডাবলু বি এম ডি এফ সি শামসুর রহমান, অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার ইসলামপুর নওশাদ আলী ডাব্লুবিসিএস, ডেপুটি সেক্রেটারি ডাবলু বি বি এম ই আজিজুর রহমান, মালদা ডি আই স্কুল(এস ই) এহসানুল করিম, মালদা ডি আই  স্কুল(পি ই) সুনীতি সাপই, ফার্মার অফিসার ইনচার্জ ডিটিটিসি মালদা ডাঃ শক্তিপদ পাত্র, মালদা কলেজ প্রিন্সিপাল ডাঃ মানোষ কুমার বাদিয়া, কালিয়াচক কলেজ প্রিন্সিপাল ডঃ নজিবুর রহমান, গাজোল কলেজ প্রিন্সিপাল ডাঃ শামসুল হক প্রমূখ। এই দিন থেকে পুরু করে ১৩ তারিখ পর্যন্ত চলবে সাংস্কৃতিক সন্ধ্যা ,কুরআন তেলাওয়াত, আলোচনাচক্র, বহিরাগত শিল্পী সমন্বয় কাওয়ালী।