শিল্পকলা একাডেমিতে ‘কঞ্জুস’ মঞ্চায়িত
বিনোদন প্রতিবেদক
দৈনিক জাগরণ
প্রকাশিত : ০৮:৫১ পিএম, ৪ নভেম্বর ২০১৮ রোববার
বিত্তশালী হওয়া সত্ত্বেও অনেকের স্বভাবের পরিবর্তন হয় না। তেমনি একজনের অবস্থান পুরান ঢাকায়। সমাজে যার পরিচিতি কঞ্জুস হিসেবে। তিনি সবক্ষেত্রে মাত্রাতিরিক্ত হিসাব করেন। তাকে নিয়ে লোকজনেরও কৌতূহলের শেষ থাকে না। তিনি প্রায়শই সমাজের লোকজনের কাছে নিত্য নতুন হাস্যরসের কারণ হয়ে দাঁড়ান। চলার পথে কম বিড়ম্বনারও জন্ম দেন না। তাকে নিয়ে মানুষ যেমন বিড়ম্বনায় পড়েন তেমনি ওই কঞ্জুস ব্যক্তিটিও কৃপণতা করতে গিয়ে বিড়ম্বনার শিকার হন। এমন কাহিনির নাটকটি দীর্ঘদিন থেকে মঞ্চায়ন করে আসছে লোক নাট্যদল (বনানী)।
আজ রোববার সন্ধ্যা ৭টায় এটি নতুন করে মঞ্চায়ন হয় বাংলাদেশে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে। মলিয়ের’এর ‘দ্য মাইজার’ অবলম্বনে ‘কঞ্জুস’ এর রূপান্তর করেছেন তারিক আনাম খান আর নির্দেশনায় ছিলেন কামরুন নূর চৌধুরী। দারুণ সব হাস্যরসের মাধ্যমে নাটকটিতে পুরান ঢাকার বাসিন্দাদের প্রাত্যহিক জীবনের ভাষা ও সংস্কৃতিও তুলে ধরা হয়েছে নাটকটিতে।
কঞ্জুস নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আব্দুল্লাহ আল হারুন, জাহিদুর রহমান পিপলু, আনোয়ার কায়সার, মনিকা বিশ^াস, সামসাদ বেগম, মিষ্টি মেঘলা, হিমে হাফিজ, আবু তাহের লিটন আকাশ, ইউজিন গোমেজ প্রমুখ।