রোববার   ১৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৩ ১৪৩১   ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আলুর চাষ করে লাভের আশায় বুক বেঁধেছেন আলুচাষীরা

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:১১ পিএম, ১১ জানুয়ারি ২০২০ শনিবার

আলুর চাষ করে লাভের আশায় বুক বেঁধেছেন আলুচাষীরা।


আলুর চাষ করে লাভের মুখ দেখতে চলেছেন মালদার আলু চাষিরা। মালদা জেলায়
কয়েকশো বিঘা জুরে আলু চাষ। ফলন ভালো হলে এবং আলুর দাম থাকলে বেশ লাভের আশায় বুক বেঁধেছেন আলু চাষিরা। তাই ঈশ্বরের উপর ভরসা রেখে পুরাতন মালদা ব্লকের নারায়ণপুরের ক্রমশ এলাকার চাষিরা আলু চাষ করেছেন। অরুণ রাজবংশী, রাজিব রাজবংশীরা জানালেন, এই  গোটা এলাকা জুড়ে আলু চাষ করা হয়েছে। তারা কেউ ব্যাংক থেকে ঋণ নিয়ে আবার কেউ গয়না রেখে সুদের উপর টাকা নিয়ে আলু চাষ করেছেন। অরুণ বাবু এবছর ছয় বিঘা জমিতে আলুচাষ করেছেন। ফলন এবং বাজারে আলুর দাম থাকলে বেশি লাভের মুখ দেখবেন। বর্তমানে যে আবহাওয়া তা আলু চাষের পক্ষে অনুকূল পরিবেশ।