সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাত মুখ্যমন্ত্রী মমতা

রাহাতুল আক্তার বড়ভূইয়া

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:০৭ পিএম, ১১ জানুয়ারি ২০২০ শনিবার


অসম প্রতিনিধি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাত করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সাক্ষাৎ করে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ/ক্যা) প্রত্যাহারের দাবি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ শনিবার  বিকেলে কোলকাতার রাজভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করে মমতা এই দাবি জানান। 
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতকে তিনি সাংবিধানিক দায়িত্ব বলে মন্তব্য করেন। মমতা বলেন, ‘যতবার রাষ্ট্রপতি এসেছেন, প্রধানমন্ত্রী এসেছেন, আমি দেখা করেছি। (রাজ্যের মন্ত্রী ও কোলকাতার মেয়র) ফিরহাদ হাকিম  বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে গিয়েছিলেন। রাজ্যের ২৮ হাজার কোটি টাকা পাওনা আছে। বুলবুলের ১০ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে। মোট ৩৮ হাজার কোটি টাকা পাওনা আছে। আমাদের প্রাপ্য মিটিয়ে দিতে বলেছি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্যের ৩৮ হাজার কোটি টাকা পাওনা রয়েছে। দ্রুত সেই টাকা মেটানোর দাবি জানিয়েছি। নাগরিক আইন নিয়ে আপত্তির কথাও জানিয়েছি।’