আলগাপুরের অসম গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক থেকে১লক্ষ৬০হাজারগ্ৰাহকের উধাও
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৭:৩৫ পিএম, ১১ জানুয়ারি ২০২০ শনিবার
আলগাপুরের অসম গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক থেকে ১ লক্ষ ৬০ হাজার টাকা গ্রাহকের উধাও
স্বাক্ষর জালিয়াতি করে আসাম গ্রামীণ বিকাশ ব্যাঙ্কের আলগাপুর শাখা থেকে এক মহিলা গ্রাহকের ব্যাঙ্ক একাউন্ট থেকে এক লক্ষ ষাট হাজার টাকা গাযেবের এক ঘটনাকে কেন্দ্র করে সমগ্র আলগাপুরে চাঞ্চল্য দেখা দিয়েছে। আলগাপুর বাজারের নিকটস্থ বড়নগদ গ্রামের শহিদুল আলম লস্করের স্ত্রী মমতাজ বেগম লস্করের ব্যাঙ্ক একাউন্ট থেকে এই টাকা গুলি উদাও হওয়ার অভিযোগ উঠেছে। মমতাজ বেগম লস্কর ও তার স্বামী অভিযোগ করে বলেন গত ২৭ ডিসেম্বর ব্যাঙ্কের বই আপডেট করার পর দেখতে পান তাদের একাউন্ট থেকে ১ লক্ষ ৬০ হাজার টাকা তুলা হয়েছে। অথচ টাকা গুলি তারা তুলেননি বলে জানান। এই নিয়ে গ্রামীণ ব্যাঙ্কের ম্যানেজারের নিকট অভিযোগ করলে ব্যাঙ্ক ম্যানেজার আবুল হুসেইন চৌধুরী (ডালিম ) কোন পাত্তা না দিয়ে উল্টো তাদেরকে গালিগালাজ করে ব্যাঙ্ক থেকে বের করে দেন বলে অভিযোগ। অসহায় হয়ে গ্রাহক মমতাজ বেগম লস্কর পরবর্তীতে গত ৩ জানুয়ারি হাইলাকান্দি আদালতে ব্যাঙ্ক ম্যানেজার আবুল হুসেইন চৌধুরী ( ডালিম) কে অভিযুক্ত করে মামলা দায়ের করে বিচার প্রার্থী হন। মমতাজ বেগম লস্কর ও তার স্বামী শহিদুল আলম লস্কর শুক্রবার সাংবাদিক ডেকে বলেন ২০/০৩/১৮ তারিখে ২০ হাজার টাকা ০৩/০৪/১৮ তারিখে চেক মারফত ১ লক্ষ টাকা তার পর ১০ হাজার টাকা এবং সব শেষে ১২/০৪/ ২০১৮ তারিখে চেক মারফত ৩০ হাজার টাকা তুলা হয়েছে। মোট চারবারে মোট ১ লক্ষ ৬০ হাজার টাকা তার স্বাক্ষর জালিয়াতি করে একাউন্ট থেকে তুলা হয়েছে। আলগাপুর গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক একাউন্ট থেকে এধরনের টাকা উদাও হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সমগ্র আলগাপুরে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। আতঙ্কিত হতে দেখা গেছে ব্যাঙ্কের অন্যান্য গ্রাহকদের। এদিকে গ্রামীণ বিকাশ ব্যাঙ্কের ম্যানেজার আবুল হুসেইন চৌধুরী গ্রাহক মমতাজ বেগমের অভিযোগটি মিথ্যা বলে উড়িয়ে দিয়ে জানান টাকা গুলি গ্রাহক মমতাজ বেগম নিজেই তুলেছেন যার সকল তথ্য প্রমাণ তার হাতে রয়েছে বলে জানান ব্যাঙ্ক ম্যানেজার । সমগ্র ঘটনা নিয়ে আলগাপুরে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। ঘটনার সঠিক তদন্ত দাবি করেছেন স্থানীয় জনগণ। আলগাপুর গ্রামীণ বিকাশ ব্যাঙ্কে দালালদের দৌরাত্ম্য বন্ধের দাবি উঠেছে। এই ঘটনার সাথে অন্য কোন চক্র জড়িত রয়েছে কিনা তাহা তদন্তে বের হবে।